চাটখিল পি জি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির তিন ছাত্র সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত
রাহীন, শাহপরান, রক্তিম নামে চাটখিল পি জি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির তিন ছাত্র আজ সকালে বিদ্যালয়ের সামনের সড়কে পিকআপের ধাক্কায় গুরুতর আহত হয়। এদের মধ্যে দুজনের পা একেবারে ভেঙ্গে যায়, অন্যজন মাথায় গুরুতর আঘাত পান। মাথায় আঘাত প্রাপ্ত রাহীন জয়াগ কলেজের প্রভাষক হারুন ও প্রধান শিক্ষিকা মেহেরুন এর একমাত্র ছেলে। বর্তমানে দুইজন কুমিল্লা ও একজন ঢাকায় চিকিৎসাদিন আছেন। তাদের পরিবার চাটখিলবাসী সকলের কাছে দোয়া চেয়েছেন।