চাটখিল থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তার যোগদান
নোয়াখালী জেলার চাটখিল থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে যোগদান করেন মো. ইমাউল হক পিপিএম। জানা যায়, তিনি চাটখিল থানার ৩৫তম ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে গত ৫ জুন মঙ্গলবার যোগদান করেন। এর আগে তিনি চট্টগ্রাম পুলিশ লাইনে ছিলেন। তার গ্রামের বাড়ি পাবনা জেলার ভাংগুরা উপজেলায়। তিনি সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কেমিক্যালে অনার্স ও মাষ্টার্স এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি লাভ করেন। তিনি ২০০৬ সালের ২৩ ফেব্রুয়ারি সাব ইন্সপেক্টর হিসাবে পুলিশে যোগদান করেন। ইউএস শান্তি মিশনে ২০১৩-১৪ সাল পর্যন্ত কর্মরত ছিলেন এবং জাতিসংঘ শান্তি পদক লাভ করেন।UNAMIG পুলিশ কমিশনার কর্তৃক বিশেষভাবে অ্যাওয়ার্ডও অর্জন করেন। ২০১৬-১৭ সালে যশোর জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন। সেখানে মাদক নির্মূলের কারণে আইজি পদক প্রাপ্ত হন, তার পূর্বে তিনি ২০১৫-১৬ সালে মাগুরা জেলায় গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন। মাগুরা থাকালে তিনি পেট্রোল বোমা হামলায় শনাক্ত করে পিপিএম পদক পান । তিনি কুষ্টিয়া জেলার দৌলতপুরে থাকা কালে দু’বার রেঞ্জ সেরা পদক প্রাপ্ত হন। তিনি এক ছেলে ও এক মেয়ে সন্তানের জনক। এর আগে বিদায়ী ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জহিরুল আনোয়ারকে মাইজদি পুলিশ লাইনে স্থানান্তরিত হয়।
নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমাউল হক আলোকিত চাটখিলকে জানান, চাটখিলকে খুন, ধর্ষণ, সন্ত্রাস ও মাধকমুক্ত করা তার অঙ্গীকার। তাই তিনি সাংবাদিকসহ সকল এলাকার জনগণের সহযোগিতা চান। তিনি আলোকিত চাটখিল পত্রিকার মাধ্যমে শাহপুর, বদলকোর্ট, পরকোট , মোহাম্মদপুর ইউনিয়নের সাধারণ মানু কে মাদকের বিরুদ্ধে তথ্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন।
তিনি আরো জানান, জনগণ সাহস নিয়ে এগিয়ে আসলে খুন, ধর্ষণ ও মাধককে চাটখিলের সীমানায় অবাঞ্ছিত ঘোষণা করতে পারবো। কারণ এ দুটি অপরাধ মানুষের অস্তিত্বকে বিপন্ন করে। এর জন্য কিছুই করতে হবে না শুধুমাত্র আসুন আমারা সামাজিক শপথ গ্রহণ করি এবং চাটখিল থানায় হল্ফনামা জমা দেই। আর এই শপথকারীদের বিশেষ পুলিশি সেবার অঙ্গীকার করছি।