চাটখিল কামিল মাদ্রাসায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

এ সময় বক্তারা আদালতের রায় ও ডাক্তারের চিকিৎসা পত্র বাংলা ভাষায় লিপিবদ্ধ করার জন্য জোরালো দাবি জানান।

334

নোয়াখালীর ঐতিহ্যবাহী চাটখিল কামিল (এম.এ) মাদ্রাসায় মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বুধবার সকাল ১০টায় চাটখিল কামিল (এম.এ) মাদ্রাসা মিলনায়তনে প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা বশির উল্লাহ্ এর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক দেলোয়ার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদ্রাসার গভর্নিং বডির সহ-সভাপতি সাংবাদিক মেহেদী হাছান (রুবেল ভূঁইয়া)।

এ সময় আরো বক্তব্য রাখেন চাটখিল কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ মাওলানা মাসুম বিল্লাহ, মোহাদ্দীস মাওলানা হেদায়েত উল্লাহ, সিনিয়র শিক্ষক ও গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি মাওলানা শেহাব উদ্দিন, ইংরেজী প্রভাষক সাইফুল ইসলাম, আরবি প্রভাষক শাহাদাত হোসেন, সিনিয়র শিক্ষক নাছির উদ্দিন বিএসসি, জসীমউদ্দীন প্রমূখ।

বক্তারা ভাষা আন্দোলনের পটভূমি ও তাৎপর্য তুলে ধরে বলেন প্রত্যেক জাতিরই কোনো না কোনো বৈশিষ্ট্য রয়েছে। মহান আল্লাহ আমাদের বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন নিখাদ মাতৃভাষা প্রীতি দিয়ে। বাংলা আমাদের মাতৃভাষা, এটা আল্লাহতায়ালার বিশেষ দান। এই ভাষার জন্য বুকের রক্ত ঢেলে দেওয়া, রক্ত দিয়ে ভাষার প্রেমকে কালজয়ী করা মাতৃ প্রেমেরই জ্বলন্ত প্রকাশ।

এ সময় বক্তারা আদালতের রায় ও ডাক্তারের চিকিৎসা পত্র বাংলা ভাষায় লিপিবদ্ধ করার জন্য জোরালো দাবি জানান।আলোচনা সবার শেষে ভাষা শহীদসহ স্বাধীনতা সংগ্রামে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

আরও পড়ুন

টিটু খান বলেন আল-আমিনকে আমি অনেক বিশ্বাস করেছিলাম। কিন্তু সে আমার সাথে এভাবে প্রতারণা করে আমার টাকা পয়সা চুরি করে পালিয়ে যাবে, তা আমি কখনো কল্পনাও করিনি।

চাটখিলের সৌদি প্রবাসী ব্যবসায়ীর দোকান থেকে সাড়ে ১৫ লক্ষ টাকা চুরি

আব্দুল্লাহ আল ফয়সাল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (EEE) বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্স এর চতুর্থ সেমিস্টার শেষ করেছেন।

ব্লাড ক্যান্সারে আক্রান্ত মেধাবী ছাত্র ফয়সাল বাঁচতে চায়

ওসি ফিরোজ আহমেদ চৌধুরী বলেন, নাশকতার ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

চাটখিলে স্বেচ্ছাসেবক লীগ নেতা আহসান হাবিব গ্রেফতার 

আলা উদ্দিন বলেন, আমি এবং আমার ভাই উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কফিল উদ্দিন কে সামাজিক ও রাজনৈতিক এবং আমার দল বিএনপিকে হেয় প্রতিপন্ন করার জন্য আমাদের বিরুদ্ধে এসব মিথ্যা অভিযোগ দায়ের করেন।

চাটখিলে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা দখলের অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সভাপতির বক্তব্যে শ্রী শ্রী গৌর নিতাই সেবাশ্রমের সভাপতি উষা রঞ্জন পাল বলেন, 'বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি পুরোটাই বদলে গেছে।

চাটখিলে সনাতন ধর্মাবলম্বীদের সাথে জামায়াতের মতবিনিময় সভা

সভায় সদস্যরা উপজেলা প্রেসক্লাবের নির্বাচনকে কেন্দ্র করে গঠনতন্ত্র সংশোধনের জন্য তাগিদ দেন। তারা বলেন, জাতীয় প্রেসক্লাবের গঠনতন্ত্রের সাথে গুরুত্বপূর্ণ বিষয়গুলি মিল রেখে উপজেলা প্রেসক্লাবের গঠনতন্ত্রে সংশোধনী আনতে হবে।

চাটখিল উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

Comments are closed.