চাটখিল কলেজ অ্যালামনাই এসোসিয়েশনের মিলনমেলা ২২ ফেব্রুয়ারি

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হাসান-কর্ণিয়ার গান, সাথে থাকছে নাগিন ড্যান্সখ্যাত পাভেলের কৌতুক

399

চাটখিল পাঁচগাঁও মাহবুব সরকারি কলেজ অ্যালামনাই এসোসিয়েশন (সিসিএএ)-র সদস্যদের ২০১৯ সালের পারিবারিক মিলনমেলা আগামী ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভেন্যু হিসাবে ঠিক করা হয়েছে গাজিপুর কোনাবাড়ি এলাকার মেঘের ছায়া রিসোর্ট। এতে পাঁচ শতাধিক লোকের মিলনমেলা হবে বলে উদ্যোক্তরা আশাবাদ ব্যক্ত করেন।
কেমন হতে যাচ্ছে এবারের পিকনিক জানতে চাইলে উদ্যোগক্তরা জানান, সকালে নাস্তা, দুপুরে লাঞ্চ, বিকেলে কফি ছাড়াও থাকছে সিনিয়র সহসভাপতি মোয়াজ্জেম হোসেন বেলালের সৌজন্যমূলক পুরস্কার, সাংস্কৃতিক সম্পাদক আকবর হোসেন মিঠুর সৌজন্যে সবার জন্য সিরামিকসের মগ ও কলম। এছাড়াও তিনি প্রদান করছেন র‌্যাফেল ড্র এর জন্য এলইডি টিভি, স্মার্ট ট্যাব, স্মার্ট ফোন, মোবাইল ফোন, ফ্রাই প্যান, রিষ্ট ওয়াচসহ ৩০টি আইটেম। পুরুষ-মহিলা, ছেলে-মেয়ে সবার জন্য ক্রীড়া ইভেন্ট ও পুরস্কার।
সাংস্কৃতিক অনুষ্ঠানে থাকছে জনপ্রিয় ব্যান্ড আর্ক এর হাসান এবং উদীয়মান তরুণী গায়িকা কর্নিয়ার মনমাতানো গান, মিরাক্কেল ও নাগিন ড্যান্সখ্যাত পাভেলের দম ফাটানো কৌতুক। চ্যানেল আই, যমুনা, বাংলা টিভি ও মোহনা টেলিভিশন অনুষ্ঠানটি সম্প্রচার করবেন বলে জানা যায়। অনুষ্ঠানের আয়োজন সম্পর্কে জানতে চাইলে সভাপতি ড. কবির আহমেদ মুন্সী জানান, ‘এসোসিয়েশন গঠনের পর হতে প্রতিবছর আমরা পিকনিক করে আসছি। এটা যেন একটা পারিবারিক মিলনমেলায় পরিণত হয়। সবসময় কিছু না কিছু ব্যতিক্রম হয়ে থাকে। এবারও অনুষ্ঠানে অনেক পরিবর্তন দেখা যাবে, যা সকলকে আন্দোলিত করবে বলে আশা রাখি। আসলে সকল সদস্যদের অক্লান্ত পরিশ্রমের ফসল এই মিলনমেলা।’ অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসাবে থাকছে বৃহত্তর নোয়াখালীর কণ্ঠস্বর ‘আলোকিত চাটখিল’ পত্রিকা।

আরও পড়ুন

আব্দুল্লাহ আল ফয়সাল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (EEE) বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্স এর চতুর্থ সেমিস্টার শেষ করেছেন।

ব্লাড ক্যান্সারে আক্রান্ত মেধাবী ছাত্র ফয়সাল বাঁচতে চায়

ওসি ফিরোজ আহমেদ চৌধুরী বলেন, নাশকতার ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

চাটখিলে স্বেচ্ছাসেবক লীগ নেতা আহসান হাবিব গ্রেফতার 

আলা উদ্দিন বলেন, আমি এবং আমার ভাই উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কফিল উদ্দিন কে সামাজিক ও রাজনৈতিক এবং আমার দল বিএনপিকে হেয় প্রতিপন্ন করার জন্য আমাদের বিরুদ্ধে এসব মিথ্যা অভিযোগ দায়ের করেন।

চাটখিলে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা দখলের অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সভাপতির বক্তব্যে শ্রী শ্রী গৌর নিতাই সেবাশ্রমের সভাপতি উষা রঞ্জন পাল বলেন, 'বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি পুরোটাই বদলে গেছে।

চাটখিলে সনাতন ধর্মাবলম্বীদের সাথে জামায়াতের মতবিনিময় সভা

সভায় সদস্যরা উপজেলা প্রেসক্লাবের নির্বাচনকে কেন্দ্র করে গঠনতন্ত্র সংশোধনের জন্য তাগিদ দেন। তারা বলেন, জাতীয় প্রেসক্লাবের গঠনতন্ত্রের সাথে গুরুত্বপূর্ণ বিষয়গুলি মিল রেখে উপজেলা প্রেসক্লাবের গঠনতন্ত্রে সংশোধনী আনতে হবে।

চাটখিল উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

এতে পানিবন্দী হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ। বন্যাদুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাদ্য সংকট।

চাটখিলে বন্যা পরিস্থিতির অবনতি,ভোগান্তিতে সাধারণ মানুষ

Comments are closed.