চাটখিল কলেজ অ্যালামনাই এসোসিয়েশনের মিলনমেলা ২২ ফেব্রুয়ারি

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হাসান-কর্ণিয়ার গান, সাথে থাকছে নাগিন ড্যান্সখ্যাত পাভেলের কৌতুক

420

চাটখিল পাঁচগাঁও মাহবুব সরকারি কলেজ অ্যালামনাই এসোসিয়েশন (সিসিএএ)-র সদস্যদের ২০১৯ সালের পারিবারিক মিলনমেলা আগামী ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভেন্যু হিসাবে ঠিক করা হয়েছে গাজিপুর কোনাবাড়ি এলাকার মেঘের ছায়া রিসোর্ট। এতে পাঁচ শতাধিক লোকের মিলনমেলা হবে বলে উদ্যোক্তরা আশাবাদ ব্যক্ত করেন।
কেমন হতে যাচ্ছে এবারের পিকনিক জানতে চাইলে উদ্যোগক্তরা জানান, সকালে নাস্তা, দুপুরে লাঞ্চ, বিকেলে কফি ছাড়াও থাকছে সিনিয়র সহসভাপতি মোয়াজ্জেম হোসেন বেলালের সৌজন্যমূলক পুরস্কার, সাংস্কৃতিক সম্পাদক আকবর হোসেন মিঠুর সৌজন্যে সবার জন্য সিরামিকসের মগ ও কলম। এছাড়াও তিনি প্রদান করছেন র‌্যাফেল ড্র এর জন্য এলইডি টিভি, স্মার্ট ট্যাব, স্মার্ট ফোন, মোবাইল ফোন, ফ্রাই প্যান, রিষ্ট ওয়াচসহ ৩০টি আইটেম। পুরুষ-মহিলা, ছেলে-মেয়ে সবার জন্য ক্রীড়া ইভেন্ট ও পুরস্কার।
সাংস্কৃতিক অনুষ্ঠানে থাকছে জনপ্রিয় ব্যান্ড আর্ক এর হাসান এবং উদীয়মান তরুণী গায়িকা কর্নিয়ার মনমাতানো গান, মিরাক্কেল ও নাগিন ড্যান্সখ্যাত পাভেলের দম ফাটানো কৌতুক। চ্যানেল আই, যমুনা, বাংলা টিভি ও মোহনা টেলিভিশন অনুষ্ঠানটি সম্প্রচার করবেন বলে জানা যায়। অনুষ্ঠানের আয়োজন সম্পর্কে জানতে চাইলে সভাপতি ড. কবির আহমেদ মুন্সী জানান, ‘এসোসিয়েশন গঠনের পর হতে প্রতিবছর আমরা পিকনিক করে আসছি। এটা যেন একটা পারিবারিক মিলনমেলায় পরিণত হয়। সবসময় কিছু না কিছু ব্যতিক্রম হয়ে থাকে। এবারও অনুষ্ঠানে অনেক পরিবর্তন দেখা যাবে, যা সকলকে আন্দোলিত করবে বলে আশা রাখি। আসলে সকল সদস্যদের অক্লান্ত পরিশ্রমের ফসল এই মিলনমেলা।’ অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসাবে থাকছে বৃহত্তর নোয়াখালীর কণ্ঠস্বর ‘আলোকিত চাটখিল’ পত্রিকা।

আরও পড়ুন

মিছিলে সাইমুম শিল্পগোষ্ঠীর সাবেক সঙ্গীত পরিচালক দিদারুল ইসলাম, সাবেক সহকারী পরিচালক একে জিলানী ও শিল্পী ওমর ফারুকসহ দেশের বিখ্যাত কয়েকজন ইসলামিক সংগীতশিল্পী অংশগ্রহণ করেন৷

চাটখিলে সুলতানী আমলের রীতিতে ঈদ মিছিল

মো: জসিম উদ্দিন বলেন, আমি এ গ্রামেরই সন্তান তাই যেকোনো দুর্যোগ মুহূর্তে আমি আমার সামর্থ্য অনুযায়ী গ্রামের মানুষকে সহযোগিতা করার চেষ্টা করি।

চাটখিলে শিল্পপতি জসিম উদ্দিনের কম্বল বিতরণ

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, আমরা চাই বাংলাদেশের সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক।

আমরা চাই বাংলাদেশে সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক: ব্যারিস্টার খোকন

চাটখিল উপজেলা জামায়াতের উদ্যোগে চাটখিল পৌরবাজারের আজিজ সুপার মার্কেট প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

চাটখিলে পল্টন ট্রাজেডি উপলক্ষে জামায়াতের বিশাল সভা

অভিযান শেষে যারা পুনরায় রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা করেছে ছবি দেখে সনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চাটখিলে পুনরায় রাস্তা ও ফুটপাথ দখল উচ্ছেদ অভিযান ও বাজার মনিটরিং

Comments are closed.