চাটখিল উপজেলা বিএনপির সাবেক সেক্রেটারি মাওলানা তাফাজ্জল হোসেনের ১৪তম মৃত্যুবার্ষিকী
আজ চাটখিল উপজেলা বিএনপির সাবেক সেক্রেটারি, নোয়াখালী জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, খোয়াজের ভিটি ফাজিল মাদরাসার সাবেক ভাইস প্রিন্সিপাল, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী প্রয়াত মাওলানা তাফাজ্জল হোসেনের ১৪তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে পরকোট ইউনিয়নের দক্ষিণ রামদেবপুর গ্রামের তাঁর নিজ বাড়িতে ও বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া ও কোরআন খতমের আয়োজন করা হয়েছে। তার পরিবারের পক্ষ থেকে সবার কাছে মরহুমের জন্য দোয়ার আবেদন জানিয়েছেন তার বড় ছেলে এএসএম আবদুল আউয়াল (ছালেহ মোল্লা)। উল্লেখ্য যে, ২০০৪ সালের এই দিনে ঢাকা থেকে আল-বারাকা পরিবহনে চাটখিল আসার পথে সোনাইমুড়ীর নদনায় এক মারাত্মক সড়ক দুর্ঘটনার তিনি নিহত হন।
Comments are closed.