চাটখিল উপজেলা বিএনপির সাবেক সেক্রেটারি মাওলানা তাফাজ্জল হোসেনের ১৪তম মৃত্যুবার্ষিকী

691

আজ চাটখিল উপজেলা বিএনপির সাবেক সেক্রেটারি, নোয়াখালী জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, খোয়াজের ভিটি ফাজিল মাদরাসার সাবেক ভাইস প্রিন্সিপাল, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী প্রয়াত মাওলানা তাফাজ্জল হোসেনের ১৪তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে পরকোট ইউনিয়নের দক্ষিণ রামদেবপুর গ্রামের তাঁর নিজ বাড়িতে ও বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া ও কোরআন খতমের আয়োজন করা হয়েছে। তার পরিবারের পক্ষ থেকে সবার কাছে মরহুমের জন্য দোয়ার আবেদন জানিয়েছেন তার বড় ছেলে এএসএম আবদুল আউয়াল (ছালেহ মোল্লা)। উল্লেখ্য যে, ২০০৪ সালের এই দিনে ঢাকা থেকে আল-বারাকা পরিবহনে চাটখিল আসার পথে সোনাইমুড়ীর নদনায় এক মারাত্মক সড়ক দুর্ঘটনার তিনি নিহত হন।

আরও পড়ুন

মিছিলে সাইমুম শিল্পগোষ্ঠীর সাবেক সঙ্গীত পরিচালক দিদারুল ইসলাম, সাবেক সহকারী পরিচালক একে জিলানী ও শিল্পী ওমর ফারুকসহ দেশের বিখ্যাত কয়েকজন ইসলামিক সংগীতশিল্পী অংশগ্রহণ করেন৷

চাটখিলে সুলতানী আমলের রীতিতে ঈদ মিছিল

মো: জসিম উদ্দিন বলেন, আমি এ গ্রামেরই সন্তান তাই যেকোনো দুর্যোগ মুহূর্তে আমি আমার সামর্থ্য অনুযায়ী গ্রামের মানুষকে সহযোগিতা করার চেষ্টা করি।

চাটখিলে শিল্পপতি জসিম উদ্দিনের কম্বল বিতরণ

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, আমরা চাই বাংলাদেশের সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক।

আমরা চাই বাংলাদেশে সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক: ব্যারিস্টার খোকন

চাটখিল উপজেলা জামায়াতের উদ্যোগে চাটখিল পৌরবাজারের আজিজ সুপার মার্কেট প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

চাটখিলে পল্টন ট্রাজেডি উপলক্ষে জামায়াতের বিশাল সভা

অভিযান শেষে যারা পুনরায় রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা করেছে ছবি দেখে সনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চাটখিলে পুনরায় রাস্তা ও ফুটপাথ দখল উচ্ছেদ অভিযান ও বাজার মনিটরিং

Comments are closed.