চাটখিল উপজেলা বন অফিসের বেহাল দশা, ঝুঁকি নিয়ে কার্যক্রম চলাচ্ছে কর্মকর্তারা

176

৩০ বছর পূর্বে নির্মিত নোয়াখালী জেলার চাটখিল উপজেলা বন অফিসের বেহাল দশা। এটি সংস্কার ও নির্মানে কোন পদক্ষেপ গ্রহন করছেন না কর্তৃপক্ষ। এখানে কর্মরতগন জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত কার্যক্রম পরিচালনা ক
সরজমিনে গিয়ে খোঁজ খবর নিয়ে জানা যায়, চাটখিল উপজেলা পরিষদ কমপাউন্ডের ভিতরে ১৯৮৯ সালে চাটখিল উপজেলা বন অফিসটি নির্মাণ করা হয়। এ অফিসটি টিনের দোচালা এবং টিনের বারান্দা। অফিসের কর্মকর্তা কর্মচারীগণ পার্টিশন দিয়ে ০৩ রুম করা হয়েছে। এই অফিসটি বর্তমানে জীর্ণশীর্ণ অবস্থা। চালের টিনগুলো সম্পূর্নভাবে নষ্ট হয়ে গেছে। বারান্দার একই অবস্থা। এর ভেড়া ও খুটিগুলো নষ্ট হয়ে গেছে। বৃষ্টি আসলে অফিসে পানি পড়ে। দিনের বেলায় সূর্যের আলো ভিতরে ঢুকে। অফিসে আসবাবপত্রগুলো একই অবস্থা। এতে করে বন বিভাগের কাগজপত্র অফিসে না রেখে বন কর্মকর্তার বাস-ভবনে প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষণ করা হচ্ছে। অফিসের ভিতরে বসাই যাচ্ছে না। মাঝে মধ্যে অফিসের বারান্দায় কাজকর্ম কার্যক্রম পরিচালনা করেন কর্মরতগন। বর্ষার মৌসুমে অফিসে ২ থেকে আড়াই ফুট পানি হয়। বারান্দা ঢুবে থাকে। অফিসের সামনে নার্সারীগুলোর চারা নষ্ট হয়ে যায়। এতে প্রতিবছর অনেক টাকা লোকসান হয়।

অফিসটি ব্যবহার উপযোগী করার জন্য সংস্কার অথবা নতুন করে নির্মাণ করা জরুরী হয়ে পড়েছে। উপজেলা বন কর্মকর্তা বদরুল আলম জানান, অফিসের জীর্নশীর্ন অবস্থার বিবরণ তিনি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন এবং এটি সংস্কার এর জন্য তিনি স্থানীয় জনপ্রতিনিধিদের শরণাপন্ন হয়েছেন। কিন্তু কোন কাজ হয়নি। এ ব্যাপারে স্থানীয় সংসদ সদস্য এইচ এম ইব্রাহীম জানান, উপজেলা বন অফিসের সংস্কার অথবা নির্মাণের জন্য তিনি দ্রুত ব্যবস্থা গ্রহন করবেন।

আরও পড়ুন

Comments are closed.