চাটখিল উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

সভায় সদস্যরা উপজেলা প্রেসক্লাবের নির্বাচনকে কেন্দ্র করে গঠনতন্ত্র সংশোধনের জন্য তাগিদ দেন। তারা বলেন, জাতীয় প্রেসক্লাবের গঠনতন্ত্রের সাথে গুরুত্বপূর্ণ বিষয়গুলি মিল রেখে উপজেলা প্রেসক্লাবের গঠনতন্ত্রে সংশোধনী আনতে হবে।

233

নোয়াখালীর চাটখিল উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকেলে ক্লাবের সদস্যদের উপস্থিতিতে পবিত্র কুরআন তেলওয়াত এর মাধ্যমে নিজ কার্যালয়ে সভার কার্যক্রম শুরু হয়। এতে সভাপতিত্ব করেন চাটখিল উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মিজানুর রহমান বাবর।

সাধারণ সম্পাদকের প্রতিবেদন পেশ করেন সাধারণ সম্পাদক কামরুল কানন এবং কোষাধ্যক্ষের প্রতিবেদন পেশ করেন সাইফুল ইসলাম রিয়াদ।

সভায় মুক্ত আলোচনা এজেন্ডায় উপস্থিত সাংবাদিকরা ক্লাবের আসন্ন নির্বাচন, গঠনতন্ত্র সংশোধন সহ বেশকিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন। আলোচনায় অংশগ্রহণকারীরা হলেন- চাটখিল উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাছান (রুবেল ভূঁইয়া), সহ-সভাপতি আনিস আহাম্মেদ হানিফ, সহ-সভাপতি ইয়াছিন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজ খান ও স্বপন পাটোয়ারী, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম রিয়াদ, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আনোয়ারুল আজিম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মনির হোসেন সহেল,কার্যনির্বাহী সদস্য আলা উদ্দিন, বেল্লাল হোসেন নাঈম ও আলী হোসেন হিরন, সাধারণ সদস্য মিফতাহুল ফারিয়া,ইসমাইল হোসেন সজীব,অমলেশ ভট্টাচার্য, মোহাম্মদ ফরিদ প্রমুখ।

সভায় সদস্যরা উপজেলা প্রেসক্লাবের নির্বাচনকে কেন্দ্র করে গঠনতন্ত্র সংশোধনের জন্য তাগিদ দেন। তারা বলেন, জাতীয় প্রেসক্লাবের গঠনতন্ত্রের সাথে গুরুত্বপূর্ণ বিষয়গুলি মিল রেখে উপজেলা প্রেসক্লাবের গঠনতন্ত্রে সংশোধনী আনতে হবে। এবং উপজেলা প্রেসক্লাবের আগামী নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয় সে বিষয় নিশ্চিত করতে হবে।

সিনিয়র সহ-সভাপতি মেহদী হাছান রুবেল ভূঁইয়ার নেতৃত্বে সংবিধান সংশোধনের জন্য ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন, আনিস আহমেদ হানিফ, ইয়াসিন চৌধুরী, সাইফুল ইসলাম রিয়াদ, আনোয়ারুল আজিম।

আরও পড়ুন

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, আমরা চাই বাংলাদেশের সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক।

আমরা চাই বাংলাদেশে সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক: ব্যারিস্টার খোকন

চাটখিল উপজেলা জামায়াতের উদ্যোগে চাটখিল পৌরবাজারের আজিজ সুপার মার্কেট প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

চাটখিলে পল্টন ট্রাজেডি উপলক্ষে জামায়াতের বিশাল সভা

অভিযান শেষে যারা পুনরায় রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা করেছে ছবি দেখে সনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চাটখিলে পুনরায় রাস্তা ও ফুটপাথ দখল উচ্ছেদ অভিযান ও বাজার মনিটরিং

প্রতিষ্ঠানটির সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নান কামরুল বলেন, 'মিঠু স্যার দীর্ঘদিন থেকে এখানে শিক্ষকতা করছেন। উনার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ অতীতে আমরা কখনো শুনিনি।

চাটখিলে শিক্ষকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ, অবরুদ্ধ প্রধান শিক্ষক

টিটু খান বলেন আল-আমিনকে আমি অনেক বিশ্বাস করেছিলাম। কিন্তু সে আমার সাথে এভাবে প্রতারণা করে আমার টাকা পয়সা চুরি করে পালিয়ে যাবে, তা আমি কখনো কল্পনাও করিনি।

চাটখিলের সৌদি প্রবাসী ব্যবসায়ীর দোকান থেকে সাড়ে ১৫ লক্ষ টাকা চুরি

Comments are closed.