চাটখিল নয়নপুরে আর্জেন্টিনা সমর্থকদের ২৭০ ফুট পতাকা
এবার প্রায় ২৭০ ফুট দীর্ঘ আর্জেন্টিনার পতাকা তৈরি করলো নোয়াখালী চাটখিল উপজেলার নয়নপুরের আর্জেন্টিনার সমর্থকরা। উপজেলার নয়নপুর এলাকার সমর্থকদের অর্থায়নে করা হয়েছে এই বিশাল পতাকা। যা নিয়ে এরই মধ্যে র্যালি করেছে সমর্থকরা। আয়োজন চলছে বড় পর্দায় বিশ্বকাপ খেলা দেখারও।
তবে, এবার ২৭০ ফুট পতাকায় উপজেলার সব রেকর্ড ছাড়িয়ে গেছে বাংলাদেশের নোয়াখালী জেলার চাটখিল উপজেলার আর্জেন্টাইন সমর্থকরা। মেসিদের দেশ থেকে হাজার ক্রোশ দূরে থেকেও ফুটবলের প্রতি ভালবাসায়, সুবিশাল এক পতাকা তৈরি করেছে আর্জেন্টাইন ফুটবল দলের সমর্থকরা। র্যালি করে সমর্থকরা জানান দিয়েছে দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপ। ভালবাসার প্রিয় ফুটবল দলকে সমর্থন দিতে নিজেদের পকেট থেকে টাকা দিয়ে এমন আয়োজন করেছে তারা। এছাড়া গ্রামের প্রত্যন্ত অঞ্চলেও চলছে বড় পর্দায় ফুটবল খেলা দেখার আয়োজন।
আর্জেন্টাইন সমর্থকরা জানান, ২৭০ ফুট পতাকা বানিয়েছি। আমরা আর্জেন্টিনাকে ভালবাসি। সেই সঙ্গে ফুটবলকে ভালবাসি। মেসিকে ভালবাসি।
ডি গ্রুপে ১৬ই জুন (বাংলাদেশ সময় সন্ধা ৭টায়) আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন। কিন্তু, ১৭ হাজার ৫০ কিলোমিটার দূর থেকে ভক্তদের এই ভালবাসার বার্তা পাবেন তো মেসি-ডি মারিয়ারা?
Comments are closed.