চাটখিলে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
নোয়াখালীর চাটখিল উপজেলায় একটি ফার্মেসি ও দুই হোটেলসহ তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদুল ইসলাম মিঞা এ জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বিকেলে চাটখিল উপজেলা বাজারে মানহীন খাবার ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত এবং মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি প্রতিরোধে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এসময় মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ইসলাম ফার্মেসিকে নগদ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত করায় রাজধানী হোটেলকে ২৫ হাজার টাকা এবং পূর্বানী হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদুল ইসলাম মিঞা জানান, বিভিন্ন অপরাধে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
Comments are closed.