চাটখিলে ১৮ হাজার অসহায়ের মাঝে এইচ এম ইব্রাহিম এমপি’র ঈদসামগ্রী বিতরণ
চাটখিল উপজেলার ৯টি ইউনিয়নে ১৮ হাজার গরীব, অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী হিসেবে শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১১ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত ব্যক্তিগতভাবে এসব ঈদসামগ্রী বিতরণ করেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম। এ নিয়ে গত দু’দিনে খিলপাড়া, সোমপাড়া, শাহপুর, রামনারায়ণপুর ও হাটপুকুরিয়া-ঘাটলাবাগ, মোহাম্মদপুর, বদলকোট, পাঁচগাঁও, দশঘরিয়াসহ ৯টি ইউনিয়নে ১৮ হাজার অসহায় পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ করেন তিনি।
এসময় চাটখিল পৌর মেয়র নিজাম উদ্দিন ভিপিসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম চাটখিল-সোনাইমুড়িতীতে ৫০ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেছেন গত ৯ এপ্রিল থেকে। সোনাইমুড়ী উপজেলার বিতরণের তারিখ ২৭, ২৮ ও ২৯ রমজান নির্ধারণ করা হয়েছে বলে জানা যায়।