চাটখিলে ১৮ হাজার অসহায়ের মাঝে এইচ এম ইব্রাহিম এমপি’র ঈদসামগ্রী বিতরণ

223

চাটখিল উপজেলার ৯টি ইউনিয়নে ১৮ হাজার গরীব, অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী হিসেবে শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১১ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত ব্যক্তিগতভাবে এসব ঈদসামগ্রী বিতরণ করেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম। এ নিয়ে গত দু’দিনে খিলপাড়া, সোমপাড়া, শাহপুর, রামনারায়ণপুর ও হাটপুকুরিয়া-ঘাটলাবাগ, মোহাম্মদপুর, বদলকোট, পাঁচগাঁও, দশঘরিয়াসহ ৯টি ইউনিয়নে ১৮ হাজার অসহায় পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ করেন তিনি।

এসময় চাটখিল পৌর মেয়র নিজাম উদ্দিন ভিপিসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম চাটখিল-সোনাইমুড়িতীতে ৫০ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেছেন গত ৯ এপ্রিল থেকে। সোনাইমুড়ী উপজেলার বিতরণের তারিখ ২৭, ২৮ ও ২৯ রমজান নির্ধারণ করা হয়েছে বলে জানা যায়।

আরও পড়ুন

তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক স্ত্রীকে মৃত ঘোষণা করেন।

চাটখিলো স্বামী-স্ত্রীর একসঙ্গে বিষপান, স্ত্রীর মৃত্যু

মিছিলে সাইমুম শিল্পগোষ্ঠীর সাবেক সঙ্গীত পরিচালক দিদারুল ইসলাম, সাবেক সহকারী পরিচালক একে জিলানী ও শিল্পী ওমর ফারুকসহ দেশের বিখ্যাত কয়েকজন ইসলামিক সংগীতশিল্পী অংশগ্রহণ করেন৷

চাটখিলে সুলতানী আমলের রীতিতে ঈদ মিছিল

মো: জসিম উদ্দিন বলেন, আমি এ গ্রামেরই সন্তান তাই যেকোনো দুর্যোগ মুহূর্তে আমি আমার সামর্থ্য অনুযায়ী গ্রামের মানুষকে সহযোগিতা করার চেষ্টা করি।

চাটখিলে শিল্পপতি জসিম উদ্দিনের কম্বল বিতরণ

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, আমরা চাই বাংলাদেশের সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক।

আমরা চাই বাংলাদেশে সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক: ব্যারিস্টার খোকন

Comments are closed.