চাটখিলে স্বেচ্ছাসেবক লীগ নেতা আহসান হাবিব গ্রেফতার
ওসি ফিরোজ আহমেদ চৌধুরী বলেন, নাশকতার ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
নোয়াখালীর চাটখিলে থানায় হামলা,ভাংচুর, লুটপাট ও নাশকতার মামলায় আহসান হাবিব হাসান তফাদার (৪৫) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে চাটখিল থানার পুলিশ এক বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। চাটখিল পৌরসভার সুন্দরপুর গণি তফাদার বাড়ির মৃত হাজী মোহাম্মদ উল্লাহ’র ছেলে আহসান হাবিব হাসান তফাদার। হাসান তফাদার চাটখিল পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পৌর স্বেচ্ছাসেবক লীগ নেতা।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আহমেদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। ওসি ফিরোজ আহমেদ চৌধুরী বলেন, নাশকতার ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
Comments are closed.