চাটখিলে সাংবাদিকদের সাথে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময়
চাটখিল উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জাহাঙ্গীর কবির সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। শুক্রবার বিকেলে উপজেলা পরিষদ চেয়ারম্যান কার্যালয়ে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্ধীতায় নির্বাচিত ভাইস চেয়ারম্যান আলী তাহের ইভু, ভিপি নিজাম উদ্দিন, ভিপি লিটন,আহমেদ হোসেন সোহাগ, সাংবাদিক হাবিবুর রহমান,মামুন হোসেন, ফারুক সিদ্দিকি ফরহাদ এবং সমাজ সেবা অফিস সেনবাগে কর্মরত ইউনিয়ন সমাজ কর্মী রফিক উল্যাহ খোকন প্রমূখ।
সভায় জাহাঙ্গীর কবির বলেন, গত ৫ বছর চেয়ারম্যান হিসেবে আমি আপনাদের সহযোগীতা পেয়েছি আশা করছি আগামী ৩১ মার্চের নির্বাচনেও সহযোগীতা পাবো।