চাটখিলে সনাতন ধর্মাবলম্বীদের সাথে জামায়াতের মতবিনিময় সভা

সভাপতির বক্তব্যে শ্রী শ্রী গৌর নিতাই সেবাশ্রমের সভাপতি উষা রঞ্জন পাল বলেন, 'বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি পুরোটাই বদলে গেছে।

160

নোয়াখালীর চাটখিলে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাটখিল উপজেলা শাখা। শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকেলে চাটখিল পৌরসভার শ্রী শ্রী গৌর নিতাই সেবাশ্রমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তব্যে শ্রী শ্রী গৌর নিতাই সেবাশ্রমের সভাপতি উষা রঞ্জন পাল বলেন, ‘বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি পুরোটাই বদলে গেছে। দেশের সার্বিক অবস্থার পরিবর্তন হয়েছে, রাজনৈতিক অবস্থার পরিবর্তন হয়েছে। যে কারণে মানুষের আশা আকাঙ্ক্ষাও বেড়েছে।’ জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘নিজের নামে এতোগুলো মামলা থাকার পরেও তিনি প্রতিপক্ষকে ক্ষমা করে দেওয়ার কথা বলেছেন। আমরা আপনাদের দোয়া ও ভালোবাসা চাই।’

প্রধান অতিথির বক্তব্যে জেলা জামায়াতের শূরা কমিটির সদস্য অধ্যক্ষা মাওলানা সাইফুল্লাহ্ বলেন, ‘আমাদের ধর্ম ভিন্ন হলেও আমরা শারীরিক গঠনে এক। আমাদের এদেশে অভাব ছিলো না। শাসনের নামে একদল আমাদের অধিকার হরণ করেছে, এদেশের টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে। এদেশে কল্যাণ রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা হোক এটাই আমাদের প্রত্যাশা। আমরা সবাই মিলেমিশে নতুন বাংলাদেশ গড়বো ইনশাআল্লাহ।’

বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা জামায়াতের আমীর ও চাটখিল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মহিউদ্দীন হাসান বলেন, ‘আমাদের দু’জন মন্ত্রী ছিল। যারা তিনটি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিল। তাদের দ্বারা এদেশে দুই পয়সারও দূর্নীতি হয়নি। আমরা কখনো ভিন্ন ধর্মের কারণে ভেদাভেদ করিনি। কোনো লুটেরার হাতে এদেশের রাষ্ট্র ক্ষমতা দেখতে চাই না।’

আলোচনায় সভায় উপস্থিত ছিলেন চাটখিল পৌরসভা জামায়াতের আমীর মাওলানা আকতার হোসেন, চাটখিল পৌরসভা জামায়াতের নায়েবে আমীর মাওলানা রাকিব উদ্দিন, চাটখিল উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি নারায়ণ চন্দ্র পাল, চাটখিল উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক মানিক দেবনাথ, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের উপজেলা সভাপতি রতন চন্দ্র মজুমদার প্রমুখ।

আরও পড়ুন

টিটু খান বলেন আল-আমিনকে আমি অনেক বিশ্বাস করেছিলাম। কিন্তু সে আমার সাথে এভাবে প্রতারণা করে আমার টাকা পয়সা চুরি করে পালিয়ে যাবে, তা আমি কখনো কল্পনাও করিনি।

চাটখিলের সৌদি প্রবাসী ব্যবসায়ীর দোকান থেকে সাড়ে ১৫ লক্ষ টাকা চুরি

আব্দুল্লাহ আল ফয়সাল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (EEE) বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্স এর চতুর্থ সেমিস্টার শেষ করেছেন।

ব্লাড ক্যান্সারে আক্রান্ত মেধাবী ছাত্র ফয়সাল বাঁচতে চায়

ওসি ফিরোজ আহমেদ চৌধুরী বলেন, নাশকতার ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

চাটখিলে স্বেচ্ছাসেবক লীগ নেতা আহসান হাবিব গ্রেফতার 

আলা উদ্দিন বলেন, আমি এবং আমার ভাই উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কফিল উদ্দিন কে সামাজিক ও রাজনৈতিক এবং আমার দল বিএনপিকে হেয় প্রতিপন্ন করার জন্য আমাদের বিরুদ্ধে এসব মিথ্যা অভিযোগ দায়ের করেন।

চাটখিলে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা দখলের অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সভায় সদস্যরা উপজেলা প্রেসক্লাবের নির্বাচনকে কেন্দ্র করে গঠনতন্ত্র সংশোধনের জন্য তাগিদ দেন। তারা বলেন, জাতীয় প্রেসক্লাবের গঠনতন্ত্রের সাথে গুরুত্বপূর্ণ বিষয়গুলি মিল রেখে উপজেলা প্রেসক্লাবের গঠনতন্ত্রে সংশোধনী আনতে হবে।

চাটখিল উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

এতে পানিবন্দী হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ। বন্যাদুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাদ্য সংকট।

চাটখিলে বন্যা পরিস্থিতির অবনতি,ভোগান্তিতে সাধারণ মানুষ

Comments are closed.