চাটখিলে শিল্পপতি জসিম উদ্দিনের কম্বল বিতরণ
মো: জসিম উদ্দিন বলেন, আমি এ গ্রামেরই সন্তান তাই যেকোনো দুর্যোগ মুহূর্তে আমি আমার সামর্থ্য অনুযায়ী গ্রামের মানুষকে সহযোগিতা করার চেষ্টা করি।
নোয়াখালীর চাটখিল পৌরসভার ছয়ানী টবগা গ্রামে শতাধিক অসুবিধাগ্রস্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো: জসিম উদ্দিন। ১০ জানুয়ারি (শুক্রবার) বিকাল ৪টায় ছয়ানী টবগা মাদরাসায়ে দারুল ইসলাম এর অফিস কক্ষ থেকে কম্বলগুলি বিতরণ করা হয়।
কম্বল বিতরণ শেষে মো: জসিম উদ্দিন বলেন, আমি এ গ্রামেরই সন্তান তাই যেকোনো দুর্যোগ মুহূর্তে আমি আমার সামর্থ্য অনুযায়ী গ্রামের মানুষকে সহযোগিতা করার চেষ্টা করি। চাটখিল কামিল মাদরাসা সিনিয়র শিক্ষক মাওলানা শিহাব উদ্দিন বলেন, দেশে বর্তমানে প্রচন্ড ঠান্ডা মোঃ জসিম উদ্দিনের মতো বড় ব্যবসায়ী এবং শিল্পপতিরা যদি যে যার সামর্থ্য অনুযায়ী নিজ নিজ গ্রামে শীতবস্ত্র বিতরণ করে তাহলে অসহায় মানুষজন উপকৃত হবে।
এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো: সামছু উদ্দিন ভূঁইয়া, দারুল ইসলাম মাদরাসার পরিচালক রোকন উদ্দৌলা পাপণ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Comments are closed.