চাটখিলে মৎস্যজীবী লীগের কমিটি ঘোষণা, সভাপতি রায়হান সম্পাদক ফরহাদ

101

নোয়াখালীর চাটখিল উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের কমিটি ঘোষণা করা হয়েছে। এতে জাকির হোসেন রায়হান মোল্লাকে সভাপতি ও সৈয়দ আশরাফুর রহমান ফরহাদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। ১৩ নভেম্বর (সোমবার) দুপুরে বাংলাদেশ মৎস্যজীবী লীগের চাটখিল উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন শেষে এই কমিটি ঘোষণা দেওয়া হয়।

সম্মেলন উদ্বোধন করেন নোয়াখালী জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি সৈয়দ মুশফিকুর রহমান।

চাটখিল জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,চাটখিল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল হুদা শাকিল, মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গাফফার কুতুবী, নোয়াখালী জেলা মৎস্যজীবি লীগের সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন বাবুল,উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বেলায়েত হোসেন, ৭নং হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম বাকি বিল্লাহ্, চাটখিল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এইচ এম আলী তাহের ইভু, ৬নং পাঁচগাঁও ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ মাহমুদ হোসেন তরুণ,উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি বজলুর রহমান লিটন, জেলা পরিষদের সাবেক সদস্য ইমরুল চৌধুরী রাসেল প্রমুখ।

আরও পড়ুন

Comments are closed.