চাটখিলে মুজিব মানে মুক্তি নাটকের সফল মঞ্চায়ন

208

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে হাবিব তাড়াসির রচনায় বিশেস নাটক মুজিব মানে মুক্তির সফল মঞ্চায়ন গত ১৬ ডিসেম্বর চাটখিলের মল্লিকার দিঘীর পাড়ে অনুষ্ঠিত হয়েছে।মল্লিকার সাইফুলের পরিচালনায় স্থানীয় নাট্যকর্মীদের অভিনয় উপস্থিত শত শত দর্শক নাটকটি বেশ আগ্রহ নিয়ে উপভোগ করন এবং অভিনয়কারীদের ভুয়সী প্রশংসা করেন।নাটকটিতে অভিনয় করেন, সাইফুল,ফয়সাল,নিজুম, শামীম, রানা, পাভেজ প্রমূখ।

আরও পড়ুন

তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক স্ত্রীকে মৃত ঘোষণা করেন।

চাটখিলো স্বামী-স্ত্রীর একসঙ্গে বিষপান, স্ত্রীর মৃত্যু

মিছিলে সাইমুম শিল্পগোষ্ঠীর সাবেক সঙ্গীত পরিচালক দিদারুল ইসলাম, সাবেক সহকারী পরিচালক একে জিলানী ও শিল্পী ওমর ফারুকসহ দেশের বিখ্যাত কয়েকজন ইসলামিক সংগীতশিল্পী অংশগ্রহণ করেন৷

চাটখিলে সুলতানী আমলের রীতিতে ঈদ মিছিল

মো: জসিম উদ্দিন বলেন, আমি এ গ্রামেরই সন্তান তাই যেকোনো দুর্যোগ মুহূর্তে আমি আমার সামর্থ্য অনুযায়ী গ্রামের মানুষকে সহযোগিতা করার চেষ্টা করি।

চাটখিলে শিল্পপতি জসিম উদ্দিনের কম্বল বিতরণ

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, আমরা চাই বাংলাদেশের সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক।

আমরা চাই বাংলাদেশে সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক: ব্যারিস্টার খোকন

Comments are closed.