চাটখিলে মুজিব মানে মুক্তি নাটকের সফল মঞ্চায়ন

0 72

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে হাবিব তাড়াসির রচনায় বিশেস নাটক মুজিব মানে মুক্তির সফল মঞ্চায়ন গত ১৬ ডিসেম্বর চাটখিলের মল্লিকার দিঘীর পাড়ে অনুষ্ঠিত হয়েছে।মল্লিকার সাইফুলের পরিচালনায় স্থানীয় নাট্যকর্মীদের অভিনয় উপস্থিত শত শত দর্শক নাটকটি বেশ আগ্রহ নিয়ে উপভোগ করন এবং অভিনয়কারীদের ভুয়সী প্রশংসা করেন।নাটকটিতে অভিনয় করেন, সাইফুল,ফয়সাল,নিজুম, শামীম, রানা, পাভেজ প্রমূখ।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।