চাটখিলে মহিলা কলেজের নবীনবরণ ও বালিয়াধর বালিকা স্কুলের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

আবারো ক্ষমতায় আসলে চাটখিল মহিলা কলেজকে সরকারিকরণের ঘোষণা

194

চাটখিল উপজেলার নারী শিক্ষায় অন্যতম সেরা বিদ্যাপিঠ চাটখিল মহিলা ডিগ্রি কলেজের নবীনবরণ অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠান, এছাড়া উপজেলার খিলপাড়া ইউনিয়নের বালিয়াধর বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান গত ১৭ মার্চ শনিবার অনুষ্ঠিত হয়। সকালে বালিয়াধর বালিকা উচ্চবিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম। এস এম খালেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চাটখিল উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন জাহাঙ্গীর, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ইয়াছিন করিম, ছাত্রলীগের সাবেক আহবায়ক সালাহ উদ্দিন সুমন।
দুপুরে চাটখিল মহিলা ডিগ্রি কলেজের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান তাদের কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম। কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে প্রভাষক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় নবীন বরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফারুক সিদ্দিকী ফরহাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন জাহাঙ্গীর, পৌর আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান লিটন, চাটখিল মাহবুব সরকারি কলেজের সাবেক ভিপি নিজাম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, কলেজ পরিচালানা কমিটির সদস্য নুরুল আমিন প্রমুখ।
এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল আনোয়ার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাবর, আওয়ামী লীগ নেতা ইব্রাহিম খলিল বাবুল, যুগান্তরের সাংবাদিক আবু তৈয়ব, মানব জমিনের মামুন হোসেন, প্রতিদিন আমার সংবাদের হেড অব নিউজ কামরুল কানন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এইচ এম ইব্রাহিম বলেন, আগামীতে আওয়ামী লীগ আবারো ক্ষমতায় আসলে আর এ আসনে নৌকা বিজয়ী হলে চাটখিল মহিলা কলেজকে সরকারিকরণ করা হবে। তিনি আগামী নির্বাচনে এই আসনে ( নোয়াখালী-১) নৌকা প্রতীককে ভোট দিয়ে বিজয়ী করতে সকলের প্রতি আহবান জানান। সবশেষে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এছাড়া বিভিন্ন উঠান বৈঠকে সরকারের বিভিন্ন কর্মকান্ড তুলে ধরেন স্থানীয় সাংসদ এইচ এম ইব্রাহিম।

আরও পড়ুন

Comments are closed.