চাটখিলে ভোট হবে দুই চেয়ারম্যান ও তিন নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর মধ্যে
৩১ মার্চে অনুষ্ঠিত হতে যাওয়া দেশের ৪র্থ দফা উপজেলা পরিষদের নির্বাচনে চাটখিল উপজেলা থেকে চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন । তারা হলেন বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্ত জাহাঙ্গীর কবির (নৌকা) এবং জাপা নেতা হলেও ভোটের মাঠে স্বতন্ত্র প্রার্থী হওয়া ফজলুল করিম বাচ্চু (দোয়াত-কলম)।
ভাইস-চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগ নেতা এস এম আলী তাহের ইভু বিরুদ্ধে কোন প্রার্থী না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইতোমধ্যেই নির্বাচিত হয়ে গেছেন।
আর মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ প্রার্থী মাঠে রয়েছেন তারা হলেন : উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শামিমা আক্তার মেরী (ফুটবল), উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক রোজী শাহিন (কলস) এবং পান্না আক্তার।
Comments are closed.