চাটখিলে বিএনপির সমাবেশ পন্ড, গ্রেফতার ৫

38

গতকাল শনিবার বিকেলে বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচী অনুযায়ী চাটখিল উপজেলার ৯টি ইউনিয়নে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিকেলে চাটখিল উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে চাটখিল দক্ষিণ বাজার থেকে মিছিল নিয়ে বিএনপির (আলিয়া মাদ্রাসা সড়কে অবস্থিত) কার্যালয় প্রাঙ্গণে গেলে পুলিশ হামলা চালায়। এ সময় পুলিশ ৭/৮ রাউন্ড গুলি ছোড়ে বলে উপজেলা বিএনপির সেক্রেটারী এডভোকেট আবু হানিফ জানান।

নেতা কর্মীরা ছত্রভঙ্গ হয়ে গেলে পুলিশ চাটখিল বাজার থেকে পৌর বিএনপির ১নং সহ-সাধারণ সম্পাদক আলাউদ্দিন ভূইয়া, সাবেক পৌর মেয়র মোস্তফা কামালের ছেলে যুবদল নেতা মাহবুবুর রহমান জুয়েল, ঘাটলাবাগ ইউপি যুবদল সভাপতি মোঃ হারুন, বদলকোট পূর্বাঞ্চল যুবদল সহ-সভাপতি মোঃ জসিম উদ্দিন ও ঘাটলাবাগ ইউনিয়ন যুবদল নেতা সুজনকে গ্রেফতার করেছে।

আরও পড়ুন

Comments are closed.