চাটখিলে বিএনপির অবস্থান কর্মসূচি পালন

0 67

সারাদেশে বিএনপির অবস্থান কর্মসূচির অংশ হিসাবে নোয়াখালীর চাটখিলে শনিবার (৮ মার্চ) দুপুরে জাতীয় নির্বাহী কমিটির সদস্য মামুনুর রশিদ মামুনের নেতৃত্বে অবস্থান কর্মসূচি পালিত হয়।

প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করে বিক্ষুব্ধ নেতাকর্মীরা। পরে চাটখিল সেন্টার পয়েন্টের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য মামুনুর রশিদ মামুন। এ সময় উপজেলা বিএনপির ও পৌর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মামুনুর রশিদ মামুন বলেন, তারেক রহমানের নেতৃত্বে ১০ দফা দাবি বাস্তবায়নের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে ইনশাআল্লাহ।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।