চাটখিলে বাল্য বিবাহ বন্ধে সহপাঠির বাড়ীতে ছাত্রীদের বিক্ষোভ সমাবেশ

3,367

নোয়াখালী চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়নের দারুল ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীতে পড়–য়া ছাত্রী ফারজানার বাল্য বিবাহ বন্ধ করতে ওই বিদ্যালয়ের ছাত্রীরা বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে।
স্কুল থেকে দেড় কিলোমিটার দুরে অবস্থিত ওই ছাত্রীর বাড়ীতে সহপাঠি ছাত্রীরা বাল্য বিবাহ বন্ধে বিভিন্ন শ্লোগানসহ (আজ) দুপুর ১ টার দিকে বিক্ষোভ মিছিল করতে করতে যায়। এ সময় তারা ওই ছাত্রীর বাড়ীতে অবস্থান করে বিক্ষোভ করতে থাকে।
খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি), মাহমুদা কুলছুন মনি, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান ভূইয়া, প্রধান শিক্ষক সুষমা শারমিন আলপনা, থানা পুলিশসহ শিক্ষকরা ঘটনাস্থলে ছুটে যান। ছাত্রীদের বিক্ষোভের মুখে ওই ছাত্রীর পিতাসহ অভিভাবকরা বাড়ী থেকে পালিয়ে যায়।
পরে ওই ছাত্রীর মা ও নিকট আত্মীয়রা ফারজানাকে ১৮ বছর পূর্ন না হলে বিবাহ দিবে না মর্মে অঙ্গীকার করলে ছাত্রীরা বিক্ষোভ কর্মসূচী স্থগিত করে স্কুলে ফিরে যায়।
এ ঘটনায় এলাকায় বাল্য বিবাহের বিরুদ্ধে ব্যাপক সাড়া পড়েছে।

আরও পড়ুন

চাটখিলে কর্মরত সাংবাদিকদের নিন্দা ও প্রতিবাদ।

চাটখিলে সংবাদ সংগ্রহের কাজে বাঁধা- সাংবাদিক লাঞ্ছিত

তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক স্ত্রীকে মৃত ঘোষণা করেন।

চাটখিলো স্বামী-স্ত্রীর একসঙ্গে বিষপান, স্ত্রীর মৃত্যু

মিছিলে সাইমুম শিল্পগোষ্ঠীর সাবেক সঙ্গীত পরিচালক দিদারুল ইসলাম, সাবেক সহকারী পরিচালক একে জিলানী ও শিল্পী ওমর ফারুকসহ দেশের বিখ্যাত কয়েকজন ইসলামিক সংগীতশিল্পী অংশগ্রহণ করেন৷

চাটখিলে সুলতানী আমলের রীতিতে ঈদ মিছিল

মো: জসিম উদ্দিন বলেন, আমি এ গ্রামেরই সন্তান তাই যেকোনো দুর্যোগ মুহূর্তে আমি আমার সামর্থ্য অনুযায়ী গ্রামের মানুষকে সহযোগিতা করার চেষ্টা করি।

চাটখিলে শিল্পপতি জসিম উদ্দিনের কম্বল বিতরণ

Comments are closed.