চাটখিলে ফার্ণিচার ব্যবসায়ীকে হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার ১

440

নোয়াখালী জেলার চাটখিল পৌরসভার ৭নং ওয়ার্ডে (দশানী টবগা) গত ১৮ এপ্রিল সন্ধ্যায় দশানী টবগা চৌরাস্তায় একদল সন্ত্রাসী ফার্নিচার ব্যবসায়ী নুর আলম (৩০) কে আক্রমণ করে হত্যার চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে। সন্ত্রাসী হামলায় তাঁর ডান পা ভেঙে গেছে ও গুরুতর আহত হয়েছেন আরো ২ জন। বর্তমানে তিনি ঢাকাস্থ পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ব্যাপারে গত ১৯ এপ্রিল চাটখিল থানায় অভিযোগ দায়ের হয়েছে। মামলার নং ০৯/২০১৮। মামলা দায়েরের চারদিন অতিবাহিত হওয়ার পর আজ নিশাত নামে একজন গ্রেপ্তার হন। অন্য অপরাধীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন বলে পরিবারের অভিযোগ। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৮ এপ্রিল সন্ধ্যায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দশানী টবগা গ্রামের দুলা মিয়া পন্ডিত বাড়িতে দু’পক্ষের মধ্যে মারিমারি হয়। এতে সামছুল আলম লিটন (৪৫), রুমি (২০) ও মিজান (৩০) আহত হয়। গুরুতর আহত লিটন ও রুমিকে নিয়ে ফার্নিচার ব্যবসায়ী নুর আলম হাসপাতালে যাওয়ার পথে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা নিশাত (২০) ও অজ্ঞাতনামা আরো ৫/৬ জন সন্ত্রাসী দশানী টবগা চৌরাস্তায় তাদের গাড়ি আটক করে দেশীয় অস্ত্র দিয়ে লিটন, রুমি ও নুর আলমকে আঘাত করে। এতে নুর আলমের ডা পা পুরোপুরি ভেঙে যায়। সেখান থেকে লোকজন তাদের নিয়ে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে কর্তব্যরত ডাক্তার নুর আলমকে ঢাকাস্থ পঙ্গু হাসপাতালে রেফার করেন। বর্তমানে তিনি সেখানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল আনোয়ার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় নিশাত নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেপ্তারের জন্য আমরা অভিযান অব্যাহত রেখেছি।

আরও পড়ুন

Comments are closed.