চাটখিলে পুনরায় রাস্তা ও ফুটপাথ দখল উচ্ছেদ অভিযান ও বাজার মনিটরিং
অভিযান শেষে যারা পুনরায় রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা করেছে ছবি দেখে সনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
নোয়াখালীর চাটখিল পৌরসভার উদ্যোগে উপজেলা প্রশাসন পুনরায় রাস্তা ও ফুটপাথ দখল উচ্ছেদ অভিযান ও বাজার মনিটরিং করে৷ ২২ অক্টোবর (মঙ্গলবার) সহকারী কমিশনার (ভূমি) আকিব ওসমানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এতে সহযোগিতা করে চাটখিল থানা পুলিশ।
অভিযান শেষে যারা পুনরায় রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা করেছে ছবি দেখে সনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক শেখ এহসান উদ্দিন বলেন, ধাপে ধাপে পৌরসভার উদ্যোগে বাজারের প্রত্যেক জায়গায় ডাস্টবিন দেওয়া হবে। এবং যানযট নিরসনে আলাদা পার্কিং লাইন, বাস্ট স্টপ, সিএনজি স্ট্যান্ড নির্ধারন এবং ট্রাফিক কন্ট্রোলে অবৈধ আনরেজিস্টার্ড যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে। এই কর্মপরিকল্পনা বাস্তবায়নে আমি সকলের সহযোগিতা চাই।
দীর্ঘদিন ধরে গড়ে ওঠা অস্থায়ী দোকানপাটের ফলে তীব্র যানজটে পড়তে হয় চাটখিলের বাসিন্দাদের। তাই যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্তকরণে পোরসভা ও উপজেলা প্রশাসন ধারাবাহিক ভাবে অবৈধ দোকানপাট উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করছে।
Comments are closed.