চাটখিলে পুনরায় রাস্তা ও ফুটপাথ দখল উচ্ছেদ অভিযান ও বাজার মনিটরিং

অভিযান শেষে যারা পুনরায় রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা করেছে ছবি দেখে সনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

352

নোয়াখালীর চাটখিল পৌরসভার উদ্যোগে উপজেলা প্রশাসন পুনরায় রাস্তা ও ফুটপাথ দখল উচ্ছেদ অভিযান ও বাজার মনিটরিং করে৷ ২২ অক্টোবর (মঙ্গলবার) সহকারী কমিশনার (ভূমি) আকিব ওসমানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এতে সহযোগিতা করে চাটখিল থানা পুলিশ।

অভিযান শেষে যারা পুনরায় রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা করেছে ছবি দেখে সনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক শেখ এহসান উদ্দিন বলেন, ধাপে ধাপে পৌরসভার উদ্যোগে বাজারের প্রত্যেক জায়গায় ডাস্টবিন দেওয়া হবে। এবং যানযট নিরসনে আলাদা পার্কিং লাইন, বাস্ট স্টপ, সিএনজি স্ট্যান্ড নির্ধারন এবং ট্রাফিক কন্ট্রোলে অবৈধ আনরেজিস্টার্ড যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে। এই কর্মপরিকল্পনা বাস্তবায়নে আমি সকলের সহযোগিতা চাই।

দীর্ঘদিন ধরে গড়ে ওঠা অস্থায়ী দোকানপাটের ফলে তীব্র যানজটে পড়তে হয় চাটখিলের বাসিন্দাদের। তাই যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্তকরণে পোরসভা ও উপজেলা প্রশাসন ধারাবাহিক ভাবে অবৈধ দোকানপাট উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করছে।

আরও পড়ুন

মিছিলে সাইমুম শিল্পগোষ্ঠীর সাবেক সঙ্গীত পরিচালক দিদারুল ইসলাম, সাবেক সহকারী পরিচালক একে জিলানী ও শিল্পী ওমর ফারুকসহ দেশের বিখ্যাত কয়েকজন ইসলামিক সংগীতশিল্পী অংশগ্রহণ করেন৷

চাটখিলে সুলতানী আমলের রীতিতে ঈদ মিছিল

মো: জসিম উদ্দিন বলেন, আমি এ গ্রামেরই সন্তান তাই যেকোনো দুর্যোগ মুহূর্তে আমি আমার সামর্থ্য অনুযায়ী গ্রামের মানুষকে সহযোগিতা করার চেষ্টা করি।

চাটখিলে শিল্পপতি জসিম উদ্দিনের কম্বল বিতরণ

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, আমরা চাই বাংলাদেশের সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক।

আমরা চাই বাংলাদেশে সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক: ব্যারিস্টার খোকন

চাটখিল উপজেলা জামায়াতের উদ্যোগে চাটখিল পৌরবাজারের আজিজ সুপার মার্কেট প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

চাটখিলে পল্টন ট্রাজেডি উপলক্ষে জামায়াতের বিশাল সভা

প্রতিষ্ঠানটির সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নান কামরুল বলেন, 'মিঠু স্যার দীর্ঘদিন থেকে এখানে শিক্ষকতা করছেন। উনার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ অতীতে আমরা কখনো শুনিনি।

চাটখিলে শিক্ষকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ, অবরুদ্ধ প্রধান শিক্ষক

Comments are closed.