চাটখিলে পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
চাটখিল উপজেলার পরকোট ইউনিয়নের দক্ষিণ রামদেবপুর মোল্লা বাড়ির এস.আই শহিদুল ইসলাম ও পশ্চিম খালিশপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাশেদা বেগম রাশুর একমাত্র পুত্র সাবিতের (দেড় বছর) নিজ বাড়ির পুকুর ঘাটে ৮ এপ্রিল রবিবার বিকাল চারটায় পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
জানা যায়, রোববার বিকালে সাবিতের মা তাকে গোসল করানোর জন্য গরম পানি ফুটাতে ছিলেন। হঠাৎ দেখতে পান ঘরের পাশের ঘাটলার পানিতে সাবিতের মুখমন্ডল আংশিক ডুবে আছে। তাৎক্ষণিক চিকিৎসকের কাছে নিলে তাকে মৃত ঘোষণা হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
Comments are closed.