চাটখিলে দাখিল পরিক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা

দাখিল পরিক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দিল চাটখিল কামিল মাদ্রাসা।

393

দাখিল পরীক্ষা-২০২৪ এ উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে নোয়াখালীর ঐতিহ্যবাহী চাটখিল কামিল মাদ্রাসা। বুধবার (১৫ মে) মাদ্রাসা মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

চাটখিল কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নূর মোহাম্মদের সভাপতিত্বে এবং শিক্ষক প্রতিনিধি মামুন হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মো. মেহেদী হাছান রুবেল ভূঁইয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদ্রাসা গভর্নিং বডির সহ-সভাপতি বেলায়েত হোসেন, সোনাইমুড়ি হামিদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সাইফুল্লাহ্ মনির,গভর্নিং বডির সদস্য মোস্তাফিজুর রহমান, কামাল হোসেন (ব্যাংক কামাল), আবু মাসুদ, উপাধ্যক্ষ মাওলানা বশির উল্লাহ, শিক্ষক প্রতিনিধি মাওলানা শেহাব উদ্দিন প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাদ্রাসার বিভিন্ন পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

অনুষ্ঠানে অতিথিরা দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে সুন্দর জীবন গঠনে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন এবং শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা স্মারক ক্রেস্ট তুলে দেন।

আরও পড়ুন

মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মো.মেহেদী হাছান (রুবেল ভূঁইয়া) উপস্থিত নেতৃবৃন্দকে প্রতিষ্ঠানের চলমান উন্নয়ন এবং মাঠ সম্প্রসারণের কাজ সম্পর্কে অবগত করেন এবং মাদ্রাসা ক্যাম্পাস ঘুরিয়ে দেখান।

চাটখিল কামিল মাদ্রাসার উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন-এইচ এম ইব্রাহিম

মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মো.মেহেদী হাছান রুবেল ভূঁইয়া বলেন,ঐতিহ্যবাহী চাটখিল কামিল মাদ্রাসা একটি শতবর্ষী প্রতিষ্ঠান।জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এ প্রতিষ্ঠানটি উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ায় প্রতিষ্ঠানটির সাথে সংশ্লিষ্ট সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

চাটখিল কামিল মাদ্রাসা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত

নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেছেন সহকারী প্রোগ্রামার,ইউআইটিআরসিই, ব্যানবেইস মো.জহির উদ্দিন।

নারায়নপুর আর কে উচ্চবিদ্যালয়ের কমিটি গঠন,আবু তালেব সদস্য নির্বাচিত

এ সময় বক্তারা আদালতের রায় ও ডাক্তারের চিকিৎসা পত্র বাংলা ভাষায় লিপিবদ্ধ করার জন্য জোরালো দাবি জানান।

চাটখিল কামিল মাদ্রাসায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

Comments are closed.