চাটখিলে ডিয়ার ছোয়াদ এজেন্সির হজ্জ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
বিশেষ মেহমান হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন বিএম এর নোয়াখালী জেলার সভাপতি ডাঃ এম এ নোমান,চাটখিল কামিল (এম.এ) মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মেহেদী হাছান রুবেল ভূঁইয়া।
নোয়াখালীর চাটখিলে হজ্জ যাত্রীদের নিয়ে সরকার অনুমোদিত ট্রাভেল এজেন্সি ডিয়ার ছোয়াদ হজ্জ ইন্টারন্যাশনাল এর হজ্জ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ মে) চাটখিল পৌর বাজারের স্কাইভিউ চাইনিজ এন্ড রেস্টুরেন্টের হলরুমে এই হজ্জ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। ডিয়ার ছোয়াদ হজ্জ ইন্টারন্যাশনালের চেয়ারম্যান আবু জাহেদুল আমিন টিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে আলোচনা করে টুমচর কামিল (এম.এ) মাদরাসার অধ্যক্ষ মাওলানা ইদ্রিস টুমচরী।
ডিয়ার ছোয়াদ হজ্জ ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক মাওলানা সাখাওয়াত উল্লাহ’র সার্বিক ব্যবস্থাপনায় চাটখিল ইসলামী ডায়বেটিক সেন্টার এর ব্যবস্থাপনা পরিচালক ও হজ্ব পরিচালক মাওলানা রহমত উল্লাহ’র সঞ্চালনায় বিশেষ মেহমান হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন বিএম এর নোয়াখালী জেলার সভাপতি ডাঃ এম এ নোমান,চাটখিল কামিল (এম.এ) মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মেহেদী হাছান রুবেল ভূঁইয়া, কড়িহাটি সালেমিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ সাইফুল্লাহ, নোয়াখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মানিক,চাটখিল কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি হিফজুর রহমান, চাটখিল কামিল মাদরাসার সহকারী অধ্যাপক আ.ন.ম মাসুম বিল্লাহ, রামগঞ্জ পাট বাজার জামে মসজিদের খতিব মাওলানা আব্দুর রহমান, মাওলানা আনসার উল্লাহ, মাওলানা মুকবুল আহমেদ, মাওলানা ইমান উদ্দিন নাঈম, মাওলানা আবু সাদেক, মাওলানা আবদুল বাতেন, মাওলানা দেলোয়ার হোসেন, মাওলানা তৈয়ব উল্লাহ, মাওলানা ইমাম হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা হজ্জের গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে আলোচনা করেন এবং উপস্থিত হজ্জ যাত্রীদেরকে হজ্জের বিভিন্ন নিয়মকানুন সম্পর্কে অবগত করেন।
Comments are closed.