চাটখিলে ‘জয় বাংলা’কে জাতীয় শ্লোগান করার দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত
‘জয় বাংলা’ শ্লেগানকে বাংলাদেশের জাতীয় শ্লোগান ঘোষণার দাবিতে নোয়াখালীর চাটখিল উপজেলা সদরে আজ জয় বাংলা কমিউনিটির অফিসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এম. মাসুদ আলমের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন জয় বাংলা কমিউনিটির সভাপতি মো. শামছুল আলম তপদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিমকোর্ট বার এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ড. বশির আহমেদ। এতে বক্তব্য রাখেন জয় বাংলা কমিউনিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি হাবিবুর রহমান, যুগ্ম-সম্পাদক মাকসুদ দেওয়ান, যুগ্ম-সম্পাদক ইউসুফ হারুন, যুগ্ম সম্পাদক মোরশেদ আলম, অর্থ সম্পাদক নুর আলম নয়ন, ৬নং ওয়ার্ড সেক্রেটারি সিরাজুল ইসলাম রাজা প্রমুখ।
বক্তারা ‘জয় বাংলা’ কে বাংলাদেশের জাতীয় শ্লোগান ঘোণার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। সভাশেষে একটি শোভাযাত্রা চাটখিল বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
Comments are closed.