চাটখিলে ‘জয় বাংলা’কে জাতীয় শ্লোগান করার দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত

260

প্রধান অতিথি সুপ্রিমকোর্ট বার এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ড. বশির আহমেদ
‘জয় বাংলা’ শ্লেগানকে বাংলাদেশের জাতীয় শ্লোগান ঘোষণার দাবিতে নোয়াখালীর চাটখিল উপজেলা সদরে আজ জয় বাংলা কমিউনিটির অফিসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এম. মাসুদ আলমের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন জয় বাংলা কমিউনিটির সভাপতি মো. শামছুল আলম তপদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিমকোর্ট বার এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ড. বশির আহমেদ। এতে বক্তব্য রাখেন জয় বাংলা কমিউনিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি হাবিবুর রহমান, যুগ্ম-সম্পাদক মাকসুদ দেওয়ান, যুগ্ম-সম্পাদক ইউসুফ হারুন, যুগ্ম সম্পাদক মোরশেদ আলম, অর্থ সম্পাদক নুর আলম নয়ন, ৬নং ওয়ার্ড সেক্রেটারি সিরাজুল ইসলাম রাজা প্রমুখ।
বক্তারা ‘জয় বাংলা’ কে বাংলাদেশের জাতীয় শ্লোগান ঘোণার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। সভাশেষে একটি শোভাযাত্রা চাটখিল বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

আরও পড়ুন

চাটখিলে কর্মরত সাংবাদিকদের নিন্দা ও প্রতিবাদ।

চাটখিলে সংবাদ সংগ্রহের কাজে বাঁধা- সাংবাদিক লাঞ্ছিত

তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক স্ত্রীকে মৃত ঘোষণা করেন।

চাটখিলো স্বামী-স্ত্রীর একসঙ্গে বিষপান, স্ত্রীর মৃত্যু

মিছিলে সাইমুম শিল্পগোষ্ঠীর সাবেক সঙ্গীত পরিচালক দিদারুল ইসলাম, সাবেক সহকারী পরিচালক একে জিলানী ও শিল্পী ওমর ফারুকসহ দেশের বিখ্যাত কয়েকজন ইসলামিক সংগীতশিল্পী অংশগ্রহণ করেন৷

চাটখিলে সুলতানী আমলের রীতিতে ঈদ মিছিল

মো: জসিম উদ্দিন বলেন, আমি এ গ্রামেরই সন্তান তাই যেকোনো দুর্যোগ মুহূর্তে আমি আমার সামর্থ্য অনুযায়ী গ্রামের মানুষকে সহযোগিতা করার চেষ্টা করি।

চাটখিলে শিল্পপতি জসিম উদ্দিনের কম্বল বিতরণ

Comments are closed.