চাটখিলে ‘জয় বাংলা’কে জাতীয় শ্লোগান করার দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত

260

প্রধান অতিথি সুপ্রিমকোর্ট বার এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ড. বশির আহমেদ
‘জয় বাংলা’ শ্লেগানকে বাংলাদেশের জাতীয় শ্লোগান ঘোষণার দাবিতে নোয়াখালীর চাটখিল উপজেলা সদরে আজ জয় বাংলা কমিউনিটির অফিসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এম. মাসুদ আলমের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন জয় বাংলা কমিউনিটির সভাপতি মো. শামছুল আলম তপদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিমকোর্ট বার এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ড. বশির আহমেদ। এতে বক্তব্য রাখেন জয় বাংলা কমিউনিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি হাবিবুর রহমান, যুগ্ম-সম্পাদক মাকসুদ দেওয়ান, যুগ্ম-সম্পাদক ইউসুফ হারুন, যুগ্ম সম্পাদক মোরশেদ আলম, অর্থ সম্পাদক নুর আলম নয়ন, ৬নং ওয়ার্ড সেক্রেটারি সিরাজুল ইসলাম রাজা প্রমুখ।
বক্তারা ‘জয় বাংলা’ কে বাংলাদেশের জাতীয় শ্লোগান ঘোণার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। সভাশেষে একটি শোভাযাত্রা চাটখিল বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

আরও পড়ুন

মিছিলে সাইমুম শিল্পগোষ্ঠীর সাবেক সঙ্গীত পরিচালক দিদারুল ইসলাম, সাবেক সহকারী পরিচালক একে জিলানী ও শিল্পী ওমর ফারুকসহ দেশের বিখ্যাত কয়েকজন ইসলামিক সংগীতশিল্পী অংশগ্রহণ করেন৷

চাটখিলে সুলতানী আমলের রীতিতে ঈদ মিছিল

মো: জসিম উদ্দিন বলেন, আমি এ গ্রামেরই সন্তান তাই যেকোনো দুর্যোগ মুহূর্তে আমি আমার সামর্থ্য অনুযায়ী গ্রামের মানুষকে সহযোগিতা করার চেষ্টা করি।

চাটখিলে শিল্পপতি জসিম উদ্দিনের কম্বল বিতরণ

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, আমরা চাই বাংলাদেশের সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক।

আমরা চাই বাংলাদেশে সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক: ব্যারিস্টার খোকন

চাটখিল উপজেলা জামায়াতের উদ্যোগে চাটখিল পৌরবাজারের আজিজ সুপার মার্কেট প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

চাটখিলে পল্টন ট্রাজেডি উপলক্ষে জামায়াতের বিশাল সভা

অভিযান শেষে যারা পুনরায় রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা করেছে ছবি দেখে সনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চাটখিলে পুনরায় রাস্তা ও ফুটপাথ দখল উচ্ছেদ অভিযান ও বাজার মনিটরিং

Comments are closed.