চাটখিলে চোরের বিরুদ্ধে অভিযোগ করায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা!

0 66

চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের পরানপুর গ্রামে চোরের পিটুনিতে আবদুল মতিন (৭০) নামের এক বৃদ্ধ’র মৃত্যুর অভিযোগ উঠেছে।
নিহত আবদুল মতিনের ভাতিজা লোকমান হোসেন জানান,সোমবার দিবাগত রাত আনুমানিক ২টার সময়ে তার চাচি মমতাজ বেগম (আবদুল মতিনের স্ত্রী) প্রকৃতীর ডাকে সাড়া দিতে বের হলে দেখেন তাদের পাশের বাড়ি আমিন উদ্দিন বেপারী বাড়ির আবুল বাসার এর বড় ছেলে এমরান হোসেন (৩০) চুরির উদ্যেশে তাদের বাথরুমের মটর খুলছে।তা দেখে তিনি চিৎকার দিলে তখন তার চাচা আবদুল মতিন ঘর থেকে বের হয়ে আসলে এমরান দৌড়ে পালিয়ে যায়। এই ঘটনায় বিচার চেয়ে আবদুল মতিন স্থানীয় ইউপি মেম্বারকে বিষয়টি অবহিত করেন।এতে এমরান ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার সকালে তার চাচাতো ভাই রুবেলকে নিয়ে বৃদ্ধ আবদুল মতিনের ওপর অতর্কিত ভাবে হামলা চালিয়ে তাকে মারাতœক আহত করে।
এতে আবদুল মতিন ঘটনা স্থলে অজ্ঞান হয়ে পড়লে তাকে প্রথমে চাটখিল উপজেলা স্বাস্থ্য কেন্দ্র নেওয়া হয়,আশংকাজনক অবস্থা দেখে তাকে নোয়াখালী জেলা শহরে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করে।অবশেষে মঙ্গলবার রাত ৮ টার দিকে আবদুর মতিন নোয়াখালী সদরের প্রাইম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন। এই ঘটনায় মামলার প্রস্তুতী চলছে বলে নিহতের পরিবার জানিয়েছে।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুর আনোয়ার ঘটনাটি লোকমুখে জেনেছেন বলে জানান এবং তিনি নিহতদের এলাকায় যাওয়ার পথে(রাত ১০টা ১০ মিনিেিট) রয়েছেন বলেও জানান।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।