চাটখিলে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতার আয়োজন

 রমজান উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগ

375

পবিত্র মাহে রমজান উপলক্ষে নোয়াখালীর চাটখিলে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা।

বৃহস্পতিবার (৩০মার্চ) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুল হক ভূঁইয়ার সভাপত্বিতে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা-২০২৩ আয়োজনের বিষয়ে উপ-কমিটিসমূহ ও সম্মানিত বিচারকমন্ডলীসহ প্রস্তুতিমূলক সভার আয়োজন করেন।

এতে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহসানুল হক চৌধুরী, সমাজসেবা অফিসার মো: আলী হোসেন, ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন ইউনিয়ন প্রতিনিধিগণ ও বিভিন্ন মাদ্রাসার শিক্ষক এবং হাফেজগণ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, পৌরসভা এবং সকল ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়, সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, নূরানী মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা ও উন্মুক্ত পর্যায়ে সর্বসাধারণের মধ্যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সকল বিজয়ীকে পুরস্কার ও সনদপত্র প্রদান করা হবে। ইউনিয়ন ভিত্তিক প্রতিযোগিতা সম্পন্নপূর্বক উপজেলা পর্যায়ে চুড়ান্ত প্রতিযোগিতা সম্পন্ন হবে। সকল প্রতিষ্ঠানের একই সময় সকাল দশটায় নির্ধারণ করা হয়েছে।

প্রত্যেক ইউনিয়নের সময়সূচি ও নির্ধারিত স্থান নির্ণয় করা হয়েছে :

২ এপ্রিল : ১নং সাহাপুর ইউপির সোমপাড়া উচ্চ বিদ্যালয় ও ২নং রামনারায়নপুর ইউপির রামনারায়নপুর উচ্চ বিদ্যালয়।

৩ এপ্রিল : ৩নং পরকোট ইউপির দশঘরিয়া উচ্চ বিদ্যালয় ও ৪নং বদলকোট ইউপির বদলকোট উচ্চ বিদ্যালয়

৪ এপ্রিল : ৫নং মোহাম্মদপুর ইউপির কামালপুর মো. হাশেম উচ্চ বিদ্যালয় ও ৬নং পাচঁগাও ইউপির পাঁচগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়

৫ এপ্রিল : ৭নং হাটপুকুরিয়ার হাটপুকুরিয়া উচ্চ বিদ্যালয় ও ৮নং নোয়াখলা ইউপির কড়িহাটি ছালেমিয়া ফাজিল মাদরাসা

৬ এপ্রিল : ৯নং খিলপাড়া ইউপির খিলপাড়া উচ্চ বিদ্যালয় এবং চাটখিল পৌরসভার চাটখিল কামিল মাদরাসায় অনুষ্ঠিত হবে। উপজেলা পর্যায়ে ফাইনাল প্রতিযোগিতা হবে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে।

ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি আব্দুল কুদ্দুছ বলেন, চাটখিল উপজেলা নিবার্হী কর্মকর্তার এই আয়োজনে আমরা অনেক আনন্দিত। এভাবে বাংলাদেশের প্রত্যেক উপজেলায় কোরআন তিলাওয়াতের প্রতিযোগিতা হলে ধর্মপ্রাণ সকল মুসলমানদের ভিতর বিশুদ্ধ কোরআন শিক্ষার চাহিদা তৈরি হবে।

আরও পড়ুন

মো: জসিম উদ্দিন বলেন, আমি এ গ্রামেরই সন্তান তাই যেকোনো দুর্যোগ মুহূর্তে আমি আমার সামর্থ্য অনুযায়ী গ্রামের মানুষকে সহযোগিতা করার চেষ্টা করি।

চাটখিলে শিল্পপতি জসিম উদ্দিনের কম্বল বিতরণ

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, আমরা চাই বাংলাদেশের সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক।

আমরা চাই বাংলাদেশে সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক: ব্যারিস্টার খোকন

চাটখিল উপজেলা জামায়াতের উদ্যোগে চাটখিল পৌরবাজারের আজিজ সুপার মার্কেট প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

চাটখিলে পল্টন ট্রাজেডি উপলক্ষে জামায়াতের বিশাল সভা

অভিযান শেষে যারা পুনরায় রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা করেছে ছবি দেখে সনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চাটখিলে পুনরায় রাস্তা ও ফুটপাথ দখল উচ্ছেদ অভিযান ও বাজার মনিটরিং

প্রতিষ্ঠানটির সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নান কামরুল বলেন, 'মিঠু স্যার দীর্ঘদিন থেকে এখানে শিক্ষকতা করছেন। উনার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ অতীতে আমরা কখনো শুনিনি।

চাটখিলে শিক্ষকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ, অবরুদ্ধ প্রধান শিক্ষক

Comments are closed.