চাটখিলে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ- ৫ পেয়েছে ৫৮ জন

১৯ জিপিএ-৫ নিয়ে শীর্ষস্থানে রয়েছে সপ্তগাঁও আদর্শ উচ্চবিদ্যালয়

119

চাটখিলে ২০২০ সালে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছেন ৫৮ জন শিক্ষার্থী। এদের মধ্যে এসএসসিতে জিপিএ ৫ পেয়েছেন ৫৩ জন এবং দাখিলে পেয়েছেন ৫ জন। এসএসসিতে চাটখিলে পাশের হার ৭০.৭৬, দাখিলে পাশের হার ৬৮.৮০।
শতভাগ পাশ করেছে ৩টি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানগুলো হচ্ছে: সপ্তগাঁও আদর্শ উচ্চবিদ্যালয়, ওমর আলী উচ্চবিদ্যালয় ও গোমাতলী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়। তবে এই ৩টি শিক্ষা প্রতিষ্ঠান চাটখিলের বাহিরে রামগঞ্জ, সোনাইমুড়ী ও লক্ষ্মীপুরের দত্তপাড়া কেন্দ্র অংশগ্রহণ করে।

জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো হচ্ছে : সপ্তগাঁও আদর্শ উচ্চবিদ্যালয় ১৯ জন, চাটখিল পিজি উচ্চবিদ্যালয় ৯ জন, ওমর আলী উচ্চবিদ্যালয় ৮ জন, মোহাম্মদপুর জনতা উচ্চবিদ্যালয় ৭ জন, সোমপাড়া উচ্চবিদ্যালয় দুজন, পাল্লা মাহবুব আদর্শ উচ্চবিদ্যালয় দুজন, হাটপুকুরিয়া উচ্চবিদ্যালয় দুজন, কড়িহাটি উচ্চবিদ্যালয় একজন, চাটখিল সরকারি বালিকা উচ্চবিদ্যালয় একজন, রামনারায়নপুর উচ্চবিদ্যালয় একজন, কামালপুর মো. হাসেম উচ্চবিদ্যালয় একজন।

দাখিলে জিপিএ-৫ প্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হচ্ছে: চাটখিল কামিল মাদ্রাসা দুজন, কড়িহাটি ছালেমিয়া ফাজিল মাদ্রাসা দুজন, তালতলা মহিলা আলিম মাদ্রাসা একজন।

শিক্ষা বোর্ডের পাশের হারের তুলনায় চাটখিলে পাশের হার অনেক কম হওয়ায় অভিবাবকদের মধ্যে হতাশা বিরাজ করছে।

আরও পড়ুন

নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেছেন সহকারী প্রোগ্রামার,ইউআইটিআরসিই, ব্যানবেইস মো.জহির উদ্দিন।

নারায়নপুর আর কে উচ্চবিদ্যালয়ের কমিটি গঠন,আবু তালেব সদস্য নির্বাচিত

এ সময় বক্তারা আদালতের রায় ও ডাক্তারের চিকিৎসা পত্র বাংলা ভাষায় লিপিবদ্ধ করার জন্য জোরালো দাবি জানান।

চাটখিল কামিল মাদ্রাসায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

অল্পদিনের মধ্যেই এখানকার উন্নয়ন কর্মকাণ্ড গতিশীল হবে জানিয়ে তিনি বলেন, কোনো অন্যায়, অবিচার, অনিয়ম ও চাঁদাবাজ আমার কাছে প্রশ্রয় পাবে না।

নিজ এলাকায় জনগণের ভালোবাসায় সিক্ত হলেন এইচ এম ইব্রাহিম এমপি

মফস্বলে সাংবাদিকতা করা একটা চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম।

মফস্বল সাংবাদিকতা করা একটা চ্যালেঞ্জ – এইচ এম ইব্রাহিম

Comments are closed.