চাটখিলে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ- ৫ পেয়েছে ৫৮ জন

১৯ জিপিএ-৫ নিয়ে শীর্ষস্থানে রয়েছে সপ্তগাঁও আদর্শ উচ্চবিদ্যালয়

195

চাটখিলে ২০২০ সালে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছেন ৫৮ জন শিক্ষার্থী। এদের মধ্যে এসএসসিতে জিপিএ ৫ পেয়েছেন ৫৩ জন এবং দাখিলে পেয়েছেন ৫ জন। এসএসসিতে চাটখিলে পাশের হার ৭০.৭৬, দাখিলে পাশের হার ৬৮.৮০।
শতভাগ পাশ করেছে ৩টি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানগুলো হচ্ছে: সপ্তগাঁও আদর্শ উচ্চবিদ্যালয়, ওমর আলী উচ্চবিদ্যালয় ও গোমাতলী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়। তবে এই ৩টি শিক্ষা প্রতিষ্ঠান চাটখিলের বাহিরে রামগঞ্জ, সোনাইমুড়ী ও লক্ষ্মীপুরের দত্তপাড়া কেন্দ্র অংশগ্রহণ করে।

জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো হচ্ছে : সপ্তগাঁও আদর্শ উচ্চবিদ্যালয় ১৯ জন, চাটখিল পিজি উচ্চবিদ্যালয় ৯ জন, ওমর আলী উচ্চবিদ্যালয় ৮ জন, মোহাম্মদপুর জনতা উচ্চবিদ্যালয় ৭ জন, সোমপাড়া উচ্চবিদ্যালয় দুজন, পাল্লা মাহবুব আদর্শ উচ্চবিদ্যালয় দুজন, হাটপুকুরিয়া উচ্চবিদ্যালয় দুজন, কড়িহাটি উচ্চবিদ্যালয় একজন, চাটখিল সরকারি বালিকা উচ্চবিদ্যালয় একজন, রামনারায়নপুর উচ্চবিদ্যালয় একজন, কামালপুর মো. হাসেম উচ্চবিদ্যালয় একজন।

দাখিলে জিপিএ-৫ প্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হচ্ছে: চাটখিল কামিল মাদ্রাসা দুজন, কড়িহাটি ছালেমিয়া ফাজিল মাদ্রাসা দুজন, তালতলা মহিলা আলিম মাদ্রাসা একজন।

শিক্ষা বোর্ডের পাশের হারের তুলনায় চাটখিলে পাশের হার অনেক কম হওয়ায় অভিবাবকদের মধ্যে হতাশা বিরাজ করছে।

আরও পড়ুন

চাটখিলে কর্মরত সাংবাদিকদের নিন্দা ও প্রতিবাদ।

চাটখিলে সংবাদ সংগ্রহের কাজে বাঁধা- সাংবাদিক লাঞ্ছিত

তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক স্ত্রীকে মৃত ঘোষণা করেন।

চাটখিলো স্বামী-স্ত্রীর একসঙ্গে বিষপান, স্ত্রীর মৃত্যু

মিছিলে সাইমুম শিল্পগোষ্ঠীর সাবেক সঙ্গীত পরিচালক দিদারুল ইসলাম, সাবেক সহকারী পরিচালক একে জিলানী ও শিল্পী ওমর ফারুকসহ দেশের বিখ্যাত কয়েকজন ইসলামিক সংগীতশিল্পী অংশগ্রহণ করেন৷

চাটখিলে সুলতানী আমলের রীতিতে ঈদ মিছিল

মো: জসিম উদ্দিন বলেন, আমি এ গ্রামেরই সন্তান তাই যেকোনো দুর্যোগ মুহূর্তে আমি আমার সামর্থ্য অনুযায়ী গ্রামের মানুষকে সহযোগিতা করার চেষ্টা করি।

চাটখিলে শিল্পপতি জসিম উদ্দিনের কম্বল বিতরণ

Comments are closed.