চাটখিলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে যুবকের লাশ উদ্ধার
আজ দুপুরে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে চাটখিল থানা পুলিশ। নিহত যুবকের নাম সিরাজুল ইসলাম লিটন (২৭)। সে চাটখিল পৌরসভার ৮নং ওয়ার্র্ডের ছয়ানী টবগা গ্রামের অলি মিঞা ব্যাপারী বাড়ির আবুল কাশেমের ছেলে।
হাসপাতাল ও থানা সূত্রে জানা যায়, বুধবার দুপুরে ২/৩ জন অজ্ঞাতনামা যুবক একটি রিকশায় করে লিটনের মৃতদেহ চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বারান্দায় রেখে পালিয়ে যায়। স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক চাটখিল থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়। নিহত লিটনের বাবা আবুল কাশেম জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে তাদের নিজ বাড়ির সাইফুল ইসলাম গং লিটনকে হত্যা করেছে।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল আনোয়ার জানান, নিহত লিটনের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। লাশ পোস্টমর্টেম রিপোর্টের জন্য জেলা সদরে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Comments are closed.