চাটখিলে আওয়ামী লীগ মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থীর সাংবাদিকদের সাথে মতবিনিময়

230

চাটখিল উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী জাহাঙ্গীর কবির শুক্রবার বিকেলে তার উপজেলা কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।
মতবিনিময় কালে তিনি বিগত ৫ বছরে প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, রাস্তাঘাট, ব্রীজ, কালভার্ট সহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের চিত্র তুলে ধরেন। তিনি আগামী ৩১ মার্চ আবার নির্বাচিত হলে চাটখিল উপজেলাকে একটি আদর্শ উপজেলা হিসেবে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। তিনি নির্বাচনে জনগণকে নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহবান জানান।
মতবিনিময় সভায় চাটখিল প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ হাবিবুর রহমানের নেতৃত্বে চাটখিলের সকল সাংবাদিকরা অংশগ্রহণ করে। এছাড়া মতবিনিময় সভায় আওয়ামীলীগ নেতা ও সাবেক ভিপি নিজাম উদ্দিন, বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত ভাইস চেয়ারম্যান আলী তাহের ইভু, পৌর আওয়ামীলীগ সভাপতি বজলুর রহমান লিটন সহ আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

মো: জসিম উদ্দিন বলেন, আমি এ গ্রামেরই সন্তান তাই যেকোনো দুর্যোগ মুহূর্তে আমি আমার সামর্থ্য অনুযায়ী গ্রামের মানুষকে সহযোগিতা করার চেষ্টা করি।

চাটখিলে শিল্পপতি জসিম উদ্দিনের কম্বল বিতরণ

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, আমরা চাই বাংলাদেশের সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক।

আমরা চাই বাংলাদেশে সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক: ব্যারিস্টার খোকন

চাটখিল উপজেলা জামায়াতের উদ্যোগে চাটখিল পৌরবাজারের আজিজ সুপার মার্কেট প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

চাটখিলে পল্টন ট্রাজেডি উপলক্ষে জামায়াতের বিশাল সভা

অভিযান শেষে যারা পুনরায় রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা করেছে ছবি দেখে সনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চাটখিলে পুনরায় রাস্তা ও ফুটপাথ দখল উচ্ছেদ অভিযান ও বাজার মনিটরিং

প্রতিষ্ঠানটির সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নান কামরুল বলেন, 'মিঠু স্যার দীর্ঘদিন থেকে এখানে শিক্ষকতা করছেন। উনার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ অতীতে আমরা কখনো শুনিনি।

চাটখিলে শিক্ষকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ, অবরুদ্ধ প্রধান শিক্ষক

Comments are closed.