চাটখিলে আওয়ামীলীগের কর্মীসভা অনুষ্ঠিত
নোয়াখালী জেলার চাটখিলের রামনারায়নপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে গত রবিবার সকালে আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় আওয়ামীলীগ আয়োজিত এই কর্মীসভা ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম (সাব) এর সভাপতিত্বে এবং মাষ্টার আবুল কাশেম সুজনের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী আলহাজ¦ জাহাঙ্গীর আলম। কর্মীসভায় বক্তব্য রাখেন, পৌরসভার মেয়র মোহাম্মদ উল্যাহ পাটোয়ারী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বিল্লাল চৌধুরী, দপ্তর সম্পাদক কাউন্সিলর আহসান হাবিব সমির, মুক্তিযোদ্ধা আবুল কাশেম, ইউপি আওয়ামীলীগ সভাপতি হারুনুর রশীদ বাহার প্রমুখ।
Comments are closed.