চাটখিলে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীকে গাড়ি চাপা দেয়ার প্রতিবাদে সড়ক অবরোধ

৩ ঘন্টা যান চলাচল বন্ধ

61

নোয়াখালীর চাটখিল টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী নাঈম (১৫) কলেজের সামনের রাস্তা পারাপারের সময় মাটিবাহী পিকাপের চাপার গুরুতর আহত হয়েছে। স্থানীয়রা আহত নাঈমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে নোয়াখালী ২৫০ শস্য বিশিষ্ট জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

শিক্ষার্থী নাঈম সড়ক দুর্ঘটনা আহত হওয়ার খবর শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে রাস্তায় নেমে আসে। এই সময় উত্তেজিত শিক্ষার্থীরা চাটখিল-রামগঞ্জ মহাসড়ক অবরোধ করে। শিক্ষার্থীদের অবরোধে তিন ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।

দুর্ঘটনায় নাইমের একটি পা ও তিনটি দাঁত ভেঙ্গে গেছে। এই ছাড়া শরীরের বিভিন্ন স্থানে সে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছে।

শিক্ষার্থীদের ন্যায় সঙ্গত দাবীর বিষয় জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুল হক ভূঁইয়া বলেন, আমি বিষয়টি নোয়াখালীর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলীকে অবহিত করেছি। তিনি বলেন, ইতিমধ্যে আমি আহত শিক্ষার্থীর খোঁজখবর নিয়েছি। সে যেন উন্নত চিকিৎসা পায় সে ব্যাপারে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। এক প্রশ্নের জবাবে ইমরানুল হক ভূঁইয়া বলেন, আজ (১৫ মার্চ বুধবার) বিকাল থেকেই কলেজের সামনে মহাসড়কে স্পিড বেকার নির্মাণ কাজ শুরু হবে। খুব দ্রুত সময়ের মধ্যে যাত্রী ছাউনী নির্মাণ করা হবে বলেও তিনি জানান।

আরও পড়ুন

Comments are closed.