চাটখিলের সোমপাড়া বালিকা বিদ্যালয়ের শিক্ষক মোজাম্মেল ৪ দিন থেকে নিখোঁজ

408

লক্ষ্মীপুরে কেনাকাটা করতে গিয়ে নিখোঁজ হয়েছেন মো. মোজাম্মেল হোসেন (২৯) নামের এক শিক্ষক। নিখোঁজের সন্ধান চেয়ে শনিবার (১৬ মার্চ) রাতে লক্ষ্মীপুর সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন নিখোঁজের পরিবার। গত শুক্রবার (১৫ মার্চ) রাত সাড়ে ৮টার পর থেকে শিক্ষক মোজাম্মেল হোসেনকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানায় তার পরিবারের লোকজন।
জানা যায়, মো. মোজাম্মেল হোসেন জেলার রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়নের দক্ষিণ শ্যামপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। পার্শ্ববর্তী চাটখিল উপজেলার সোমপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকতা করেন তিনি।
নিখোঁজের ভগ্নিপতি আরিফুর রহমান বলেন, শুক্রবার বিকালে কেনাকাটার উদ্দেশ্যে লক্ষ্মীপুর শহরে যান মোজাম্মেল। সেখান থেকে রায়পুর হয়ে বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু রাত সাড়ে ৮টার পর থেকে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। সম্ভাব্য প্রায় সব জায়গায় যোগাযোগ করেও তার সন্ধান মেলেনি তার। পরে থানায় একটি সাধারণ ডায়েরি করি বলেও জানান তিনি।
লক্ষ্মীপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবু নাছের জানান, শিক্ষক মোজাম্মেল নিখোঁজের ঘটনায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। তাকে খুঁজে বের করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন

Comments are closed.