চাটখিলের সায়মন ব্যাডমিন্টনে নোয়াখালী চ্যাম্পিয়ন

0 64

নোয়াখালীর চাটখিল পৌর শহরের ভীমপুর উচ্চ বিদ্যালয় ও কারিগরি কলেজের ১০ শ্রেনীর ছাত্র মোঃ জোবোয়র করিম সায়মন গ্রীষ্মকালীন আন্ত:স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতায় ব্যাডমিন্টন (একক) এ জেলা চ্যাম্পিয়ন হয়েছে।

মঙ্গলবার দুপুরে নোয়াখালী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ব্যাডমিন্টন এককে সদর উপজেলার নয়নপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। এর আগে সায়মন ৩০ ডিসেম্বর চাটখিল পি.জি. সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ব্যাডমিন্টন এককে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়। তার সাফল্যে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নাজমুল হুদা শাকিলসহ কমিটির সদস্য ও শিক্ষকবৃন্দ তাকে অভিনন্দন জানান।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।