চাটখিলের রাকিবের দুটো কিডনিই ডেমেজ, সাহায্যের জন্য পরিবারের আকুতি

একটু সাহায্যের হাত বাড়িয়ে দিন

8,299

তবে কী অকালেই শেষ হয়ে যাবে চাটখিলের রাকিবের সব স্বপ্ন? একসময় সে স্বপ্ন দেখতো ব্যবসা করে অনেক বড় হবে। সংসার চালাবে। চালাবে মা, বাবা, ভাই এর চিকিৎসার খরচ। প্রায় দু’বছর আগে বড় ভাই মেহেদী হাসানেরও দুটো কিডনি ডেমেজ হয়ে গিয়েছিল তখন তার বাবা একটি কিডনি দিয়েছিল। ছোট ভাই রাকিবের কর্মের ওপর ভিত্তি করে চলতো ভাই, বাপ, মায়ের ওষুধের খরচ। আর এখন সে নিজেই কিডনি রোগী। এখন হয়তো বসে শুয়ে চিন্তা করছে বাঁচবে কিনা? আমরাও জানি না কি হবে তার? তার দুটো কিডনি নষ্ট হয়ে গেছে। ডাক্তার বলেছে খুব দ্রুত অপারেশন করাতে হবে। খরচ হবে প্রায় ১৫ থেকে ১৮ লক্ষ টাকা। এখন কি টাকার অভাবে রাকিব হাসানের চিকিৎসা হবে না? রাকিব হাসান চাটখিল উপজেলার হীরাপুর গ্রামের মাদরাসা বাড়ির আবুল কাশেমের তিন ছেলে-মেয়ের মধ্যে সবার ছোট।

আমরাতো সবাই জানি মানুষ মানুষের জন্য, তাই রাকিবকে বাঁচাতে আপনারা এগিয়ে আসুন। রাকিবের বাবা একজন চা বিক্রেতা । তাই তার গরিব বাবার পক্ষে পরপর এতো টাকা ব্যবস্থা করা সম্ভব নয়, তাই হৃদয়বান সকল মানুষের কাছে বাবার আকুল আবেদন তার ছেলের চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে এগিয়ে আসার জন্য।

আপনারা চাইলে তার বাবার এই ০১৭২৬-৮৭৩৫৯৮ (ব্যক্তিগত) নাম্বারে বিকাশ করতে পারেন।

সাহায্য পাঠানোর ঠিকানা : আবুল কাশেম, প্রাইম ব্যাংক লিমিটেড, পল্লবী শাখা, ঢাকা, হিসাব নং ১৬৪২১০২০০২৯৮৮০।

এছাড়া আলোকিত চাটখিল পরিবারের সহযোগিতা নিতে চাইলে যোগাযোগ করতে পারেন : ০১৭১১-১৪০২৬৫ নম্বরে।

আরও পড়ুন

Comments are closed.