চাটখিলের আওয়ামী লীগ নেতাকে হত্যার হুমকি দিয়ে চিঠি, সঙ্গে কাপনের কাপড়
চাটখিল উপজেলার রামনারায়নপুর ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতাকে হত্যার হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে। তার নাম নুর মোহাম্মদ। তিনি উপজেলার রামনারায়নপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
জানা যায়, নুর মোহাম্মদ ব্যবসার সূত্রে পরিবার নিয়ে ঢাকার মোহাম্মদপুরে বসবাস করেন। তবে নিয়মিত তিনি এলাকায় যাতায়াত করেন। মঙ্গলবার কোষ্টাল পোস্টে তার ঢাকাস্থ বাসায় একটি চিঠি আসে তার স্ত্রীর নামে। চিঠির পাশাপাশি কাপনের কাপড়ের একটি অংশ এবং কিছু কর্পুর হুমকির অংশ হিসেবে পাঠানো হয়। সেই চিঠিতে তাকে এলাকায় এসে রাজনীতি করতে নিষেধ করা হয় এবং হত্যার হুমকি দেয়া হয়। এ ব্যাপারে তিনি আজ বৃহস্পতিবার ঢাকার মোহাম্মদপুর থানায় জিডি করেছেন।
এ ঘটনায় নিন্দা জানিয়ে চাটখিল উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ইয়াছিন করিম বলেন, আমরা রাজনীতির সহবস্থানে বিশ^াসী। কিন্তু এ ধরণের কাপুরুষিত হুমকি সত্যিই দুঃখজনক।
নিম্নে হুমকি দিয়ে প্রেরিত চিঠিটি আলোকিত চাটখিল পত্রিকার পাঠকদের জন্য প্রকাশ করা হলো :
Comments are closed.