ঈদে মিলাদুন্নবীর তারিখ নির্ধারণ এবং রবিউল আউয়াল মাস শুরুর বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে শুক্রবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভা । ছবি -সম্পাদিত
ঈদে মিলাদুন্নবীর তারিখ নির্ধারণ এবং রবিউল আউয়াল মাস শুরুর বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে শুক্রবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভা।
ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে সন্ধ্যা মাগরিবের নামাযের পর এ সভা অনুষ্ঠিত হবে। সভায় জাতীয় চাঁদ দেখা কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন।
বৃহস্পতিবার ইসলামিক ফাউন্ডেশনের দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দেশের কোনো জায়গা থেকে রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেলে তা জানাতেও অনুরোধ জানিয়েছে চাঁদ দেখা কমিটি। টেলিফোন নম্বর : ৯৫৫৯৬৪৩, ৯৫৫৯৪৯৩, ৯৫৫৬৪০৭, ৯৫৫৮৩৩৭ ও ৯৫৫৫৯৪৭ এবং ফ্যাক্স নম্বর: ৯৫৫৫৯৫১ ও ৯৫৬৩৩৯৭ তে তাৎক্ষণিকভাবে জানাতে বলা হয়েছে।
Comments are closed.