চট্টগ্রাম কর আপীলত ট্রাইব্যুনালের সদস্য হিসাবে চাটখিলের কৃতিসন্তান ইকবাল হোসেনের যোগদান

0 976

চট্টগ্রাম কর আপীলত ট্রাইব্যুনালের সদস্য হিসাবে চাটখিলের কৃতিসন্তান কর কমিশনার মো. ইকবাল হোসেন যোগদান করেছেন। এর পূর্বে তিনি কর অঞ্চল খুলনার কমিশনারের দায়িত্বে ছিলেন। ইকবাল হোসেন পাঁচগাঁও ইউনিয়নের নিজ ভাওর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মো. আবদুর রব, মাতা মৃত ফাতেমা খাতুন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রাজনীতি বিজ্ঞানে ¯œাতকোত্তর ডিগ্রি অর্জন করে ১১তম বিসিএস-এ খাদ্য ক্যাডারে সরকারি চাকুরিতে যোগদান করেন। তারপর আবার ১৩তম বিসিএস-এ উত্তীর্ণ হয়ে কর ক্যাডারে সহকারী কর কমিশনার হিসাবে যোগদান করেন। তিনি চাকুরি জীবনে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন। তাঁর স্ত্রী শাহনাজ বেগম স্কুলে শিক্ষকতা করেন। এক ছেলে ও এক মেয়ে সন্তানের জনক তিনি।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।