চকবাজার ট্রাজেডিতে নিহত সোনাইমুড়ী উপজেলার লাশের সংখ্যা ১৫
সোনাইমুড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ারুল হক কামাল ১৫ জন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। খোঁজখবর নেয়া হচ্ছে।
চকবাজারের বাসিন্দা, সোনাইমুড়ীর নাটেশ্বর ইউপির মিলন বলেন, ঘটনার সময় নিহতরা সবাই ভবনগুলোতে ছিল। আগুন লাগার পর তারা বের হতে পারেননি। নিহত ১৫ জনের মধ্যে ছয় জনের নাম পরিচয় জানা গেছে।
তারা হলেন- সোনাইমুড়ীর নাটেশ্বর ইউপির মির্জানগর গ্রামের মমিন উল্যাহর ছেলে শাহাদাত হোসেন হিরা, গাউছ মিয়ার ছেলে নাছির উদ্দিন, আবদুর রহিমের ছেলে আনোয়ার হোসেন মঞ্জু, ঘোষকামতা গ্রামের সহোদর ভাই সাহাব উদ্দিনের ছেলে মাসুদ রানা ও রাজু ও বারগাঁও ইউপির কৃষ্ণপুর গ্রামের আনোয়ার হোসেন।
অন্য মরদেহগুলো আগুনে পুড়ে বিকৃত হওয়ায় সনাক্ত করা যাচ্ছে না।
উপজেলার নাটেশ্বর ইউপি চেয়ারম্যান কবির হোসেন খোকন বলেন, নাটেশ্বর ইউপির ছয়জনের পরিচয় পাওয়া গেছে। বেশ কয়েক জনের খোঁজ পাওয়া যাচ্ছে না।