গুজব ছড়ানোর অভিযোগে চাটখিলে শিক্ষক ও কোম্পানীগঞ্জে বিএনপি নেতা আটক

0 264

নিরাপদ সড়কের দাবিতে দেশব্যাপী ছাত্র আন্দোলনে উস্কানি দেয়ার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে নোয়াখালীতে এক শিক্ষক ও এক বিএনপি নেতাকে আটক করা হয়েছে।
মঙ্গলবার পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হচ্ছেন – চাটখিল উপজেলার খিলপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কামাল উদ্দিন খান এবং কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি নেতা ফিরোজ আলম।
স্থানীয় সূত্রে জানা যায়, চাটখিল উপজেলার খিলপাড়া উচ্চ বিদ্যালয়ের অতিথি শিক্ষক কামাল উদ্দিন খানের ফেসবুক একাউন্ট থেকে সরকার বিরোধী বিভিন্ন পোস্ট শেয়ার করার অপরাধে স্থানীয় ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরা তাকে খিলপাড়া বাজার এলাকায় মারধর করে পুলিশের হাতে তুলে দেয়। অপরদিকে আন্দোলন নিয়ে ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে দুপুর দেড়টার দিকে কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারের একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে ফিরোজ আলম নামে এক বিএনপি নেতাকে অাটক করে পুলিশ।

দুই থানার ওসি বলেছেন, আটককৃত দুজনের বিরিদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। তাদের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।