গায়িকা কানিজ সুবর্ণা এবার সিনেমায়

74

এক সময়কার জনপ্রিয় গায়িকা কানিজ সুবর্ণা। পপ গান দিয়ে রাতারাতি খ্যাতি পেয়েছিলেন তিনি। তবে ২০০৮ সালে ব্যান্ড তারকা হামিন আহমেদকে বিয়ে করার পর সংসারেই থিতু হন। এরপর গানে তার কণ্ঠ শোনা গেছে খুব কমই।

অনেক দিন পর আবারও ফিরছেন কানিজ সুবর্ণা। তবে এবার আর নতুন কোনো গান নিয়ে নয়। একটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। সিনেমাটির নাম ‘সুবর্ণভূমি’। সম্প্রতি রাজধানীর অদূরে পূবাইলের একটি শুটিং হাউজে শুরু হয়েছে সিনেমাটির শুটিং। এতে শেফালী চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে সিনেমায় অভিনয়ের যাত্রা শুরু হলো কানিজের।

 

 

গায়িকার আপন মামা কুদরত-ই-খুদা’র প্রযোজনা সংস্থা ‘রেভ্যুলেসন মুভিজ ইন্টারন্যাশনাল’র প্রযোজনায় সিনেমাটির কাহিনী, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনায় রয়েছেন জাহিদ হোসেন।

এ প্রসঙ্গে কানিজ সুবর্ণা বলেন, ‘মূলত কুদরত-ই-খুদা মামা এবং জাহিদ হোসেন মামার ইচ্ছেতেই আমার এই সিনেমায় অভিনয় করা। গল্প এবং চরিত্রটি সম্পর্কে জানার পর খুব আগ্রহ নিয়েই কাজটি করেছি। জানি না কেমন করতে পেরেছি, তবে আমার চেষ্টার কোন কমতি ছিল না।’

তিনি আরও যোগ করেন, ‘এর আগে আমি একটি সিনেমার আইটেম সং-এ পারফর্ম করেছিলাম। তবে চলচ্চিত্রতো বিশাল একটি ব্যাপার। আমি ব্যক্তিগতভাবে খুব নার্ভাস। তবে চেষ্টা করছি। বাকিটা দর্শক ভালো বলতে পারবেন।’

২০০৮ সালের ২২ এপ্রিল হামিন আহমেদকে বিয়ে করেন কানিজ সুবর্ণা। তার দুই সন্তান আয়মান আমির আহমেদ ও আজমান আরিয়ান আহমেদ। সর্বশেষ ২০১৬ সালে প্রকাশ পায় কানিজ সুবর্ণা গান ‘সাড়া দাও না’। এটি ফিচারিং করেছিলেন ডিজে রাহাত।

আরও পড়ুন

চাটখিলে কর্মরত সাংবাদিকদের নিন্দা ও প্রতিবাদ।

চাটখিলে সংবাদ সংগ্রহের কাজে বাঁধা- সাংবাদিক লাঞ্ছিত

তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক স্ত্রীকে মৃত ঘোষণা করেন।

চাটখিলো স্বামী-স্ত্রীর একসঙ্গে বিষপান, স্ত্রীর মৃত্যু

মিছিলে সাইমুম শিল্পগোষ্ঠীর সাবেক সঙ্গীত পরিচালক দিদারুল ইসলাম, সাবেক সহকারী পরিচালক একে জিলানী ও শিল্পী ওমর ফারুকসহ দেশের বিখ্যাত কয়েকজন ইসলামিক সংগীতশিল্পী অংশগ্রহণ করেন৷

চাটখিলে সুলতানী আমলের রীতিতে ঈদ মিছিল

মো: জসিম উদ্দিন বলেন, আমি এ গ্রামেরই সন্তান তাই যেকোনো দুর্যোগ মুহূর্তে আমি আমার সামর্থ্য অনুযায়ী গ্রামের মানুষকে সহযোগিতা করার চেষ্টা করি।

চাটখিলে শিল্পপতি জসিম উদ্দিনের কম্বল বিতরণ

Comments are closed.