অসুস্থ এমপি একরামুলের পাশে স্ত্রী শিউল একরামসহ দলীয় নেতৃবৃন্দ।
আসন্ন নির্বাচনী মাঠে গণসংযোগকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের বর্তমান সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী।
আজ বুধবার দুপুরের দিকে জেলার সুবর্ণচর উপজেলার চরজুবলী ইউনিয়ন পরিষদের সামনে তিনি অসুস্থ হয়ে পড়েন। তার সঙ্গে থাকা নেতা কর্মীরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেছে।
সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট ওমর ফারুক জানান, নির্বাচনকে সামনে রেখে সকালে নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে গণসংযোগ করতে সুবর্ণচরে যান একরামুল করিম চৌধুরী। সেখানে হঠাৎ গ্যাস্ট্রোলজিক্যাল সমস্যা দেখা দিলে অসুস্থ্য হয়ে পড়েন তিনি। পরে নেতাকর্মীরা তাকে অ্যাম্বুলেন্স যোগে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তির বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সৈয়দ ফজলে রাব্বি আবদুল আজিম বলেন, ‘এমপি সাহেব গ্যাস্ট্রোলজিক্যাল সমস্যায় ভুগছেন। প্রাথমিক চিকিৎসা দেয় হয়েছে। তবে উন্নত চিকিৎসা নেয়ার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে ।
মিছিলে সাইমুম শিল্পগোষ্ঠীর সাবেক সঙ্গীত পরিচালক দিদারুল ইসলাম, সাবেক সহকারী পরিচালক একে জিলানী ও শিল্পী ওমর ফারুকসহ দেশের বিখ্যাত কয়েকজন ইসলামিক সংগীতশিল্পী অংশগ্রহণ করেন৷
Comments are closed.