খিলপাড়া আবদুল ওয়াহাব কলেজে নবীন বরন অনুষ্ঠান

78

চাটখিল উপজেলার খিলপাড়া আবদুল ওয়াহাব ডিগ্রী কলেজের নবাগত শিক্ষার্থীদের নবীন বরন অনুষ্ঠান শনিবার সকালে কলেজের মাঠে অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী ১ আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহীম।

সংসদ সদস্যের ভাই মাছুম মোঃ মহসিনের সভাপতিত্বে ও রতন চক্রবর্তীর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শান্তনু কুমার, উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক জাকির হোসেন জাহাঙ্গীর, ছাত্রলীগ নেতা সালাহ উদ্দীন সুমন, প্রভাষক আবদুল হামিদ, কলেজের শিক্ষার্থী রেফায়েত হোসেন রবিন, শরাফত হোসেন, আহাদুল ইসলাম রুবেল, নাসরিন আক্তার প্রমূখ।

নবীন বরন অনুষ্ঠানের ২য় পর্বে দুপুরের পরে ঢাকা থেকে আগত কন্ঠ শিল্পীদের সংগীতের সুরের মুর্ছনা শিক্ষার্থীদের মাতিয়ে তোলে।

প্রসঙ্গত যে, এইচ এম ইব্রাহিম এমপির পিতার নামে তাদের পারিবারিকভাবে প্রতিষ্ঠিত এই কলেজটি বিগত এইচ এস সি পরীক্ষায় শতভাগ শিক্ষার্থী পাশ করে কুমিল্লা বোর্ডে চমক সৃষ্টি করে।

আরও পড়ুন

Comments are closed.