কোম্পানীগঞ্জে ৫ দোকান পুড়ে ছাই, অর্ধ কোটি টাকার ক্ষতি
প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারে অগ্নিকাণ্ডে ৫টি দোকান সম্পূর্ণ ভষ্মিভূত হয়েছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
শনিবার রাত ৩টার দিকে বসুরহাট উত্তর বাজার মেইন রোড়ের আজমিরি বেকারির সামনে হকার্স মার্কেটে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিক কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিস এসে অন্য মার্কেটে ছড়ানোর আগে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।
আগুনে ওই মার্কেটের মো. জাকির হোসেনের নোমান ডিপার্টমেন্টাল স্টোর, মো. ইলিয়াছের আয়েশা স্টোর, মানিক চন্দ্র মজুমদারের পপুলার ফার্মেসি, মাহবুবুর রহমানের মাহতাব এন্টারপ্রাইজ, সমীর চন্দ্র কুরীর প্রেমা স্বর্ণ শিল্পালয় সম্পূর্ণ ছাই হয়ে গেছে।
কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. জামিন মিয়া জানান, সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাতের ধারণা করা হচ্ছে।
Comments are closed.