কোম্পানীগঞ্জে ৩৫ ভরি স্বর্ণ ও নগদ ১২ লাখ টাকা নিয়ে আমেরিকা প্রবাসীর স্ত্রী উধাও

327

(ছবিঃ প্রতীকি)
নোয়াখালীর কোম্পানীগঞ্জে এক আমেরিকা প্রবাসীর স্ত্রী উধাও হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আমেরিকা প্রবাসীর স্ত্রী’র ভাই মেহেদী হাসান আজ বৃহস্পতিবার কোম্পানীগঞ্জ থানায় একটি জিডি করেছেন। জিডি নং- ১০৭৪।

এ বিষয়ে আমেরিকা প্রবাসীর স্ত্রী’র ভাই মেহেদী হাসানের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, তার বোন ৩৫ ভরি স্বর্ণ ও ১২ লক্ষ টাকা নিয়ে একই বাড়ির আহছান উল্যার ছেলে শেখ ফরিদ (৩৫) সম্পর্কে জাঠাতো ভাইয়ের সাথে পালিয়ে যায়।

উধাও হওয়া গৃহবধূ নাজমুন নাহার (২২), উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ছেলামত উল্যাহ মাঝি বাড়ির একরামুল হক’র মেয়ে।

আমেরিকা প্রবাসী ওমর ফারুক মুরাদ’র স্ত্রী উদাও হওয়ার ঘটনায় এলাকায় তোলপাড় চলছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার (১৮ মার্চ) সকাল ১০টায় বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি যাওয়ার কথা বলে ব্যবহৃত কাপড়- ছোপড়, স্বর্ণালংকার নিয়ে সে উধাও হয়ে যায়।

জিডিতে তার ভাই উল্লেখ করেন, তার আমেরিকা প্রবাসী ভগ্নিপতি ওমর ফারুক মুরাদ’র পিতা-মাতা তাদের কে বিষয়টি জানালে তাদের নিকট আত্মীয় স্বজনের বাড়িতে বহু খোঁজাখুজি করিয়া সন্ধান না পেয়ে বিলম্বে কোম্পানীগঞ্জ থানায় জিডি করেন।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আসাদুজ্জামান এই ঘটনায় জিডি করার সত্যতা নিশ্চিত করেন।

আরও পড়ুন

মো: জসিম উদ্দিন বলেন, আমি এ গ্রামেরই সন্তান তাই যেকোনো দুর্যোগ মুহূর্তে আমি আমার সামর্থ্য অনুযায়ী গ্রামের মানুষকে সহযোগিতা করার চেষ্টা করি।

চাটখিলে শিল্পপতি জসিম উদ্দিনের কম্বল বিতরণ

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, আমরা চাই বাংলাদেশের সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক।

আমরা চাই বাংলাদেশে সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক: ব্যারিস্টার খোকন

চাটখিল উপজেলা জামায়াতের উদ্যোগে চাটখিল পৌরবাজারের আজিজ সুপার মার্কেট প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

চাটখিলে পল্টন ট্রাজেডি উপলক্ষে জামায়াতের বিশাল সভা

অভিযান শেষে যারা পুনরায় রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা করেছে ছবি দেখে সনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চাটখিলে পুনরায় রাস্তা ও ফুটপাথ দখল উচ্ছেদ অভিযান ও বাজার মনিটরিং

প্রতিষ্ঠানটির সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নান কামরুল বলেন, 'মিঠু স্যার দীর্ঘদিন থেকে এখানে শিক্ষকতা করছেন। উনার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ অতীতে আমরা কখনো শুনিনি।

চাটখিলে শিক্ষকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ, অবরুদ্ধ প্রধান শিক্ষক

Comments are closed.