কোম্পানীগঞ্জে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
আগামী ৩১শে মার্চ নির্বাচন কমিশন ঘোষিত চতুর্থ ধাপের উপজেলা নির্বাচন। বুধবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে অন্যান্য প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়ায় আওয়ামীলীগ মনোনীত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে।
বুধবার আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী নোয়াখালী জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, কোম্পানীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল লতিফ মেম্বার, বসুরহাট পৌরসভা আওয়ামীলীগের সভাপতি রেয়াজুল হক লিটন, ভাইস চেয়ারম্যান প্রার্থী উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি সিরাজ উল্যাহ শিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ফাতেমা আক্তার পারুল মনোনয়নপত্র প্রত্যাহার করেন। প্রত্যাহারের ফলে আর কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী রইল না।
নির্বাচিতরা হলেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন, ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল, মহিলা ভাইস চেয়ারম্যান আরজুমান পারভীন রুনু।
নব-নির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নোয়াখালী জেলা সমিতি-ঢাকা’র সভাপতি।
Comments are closed.