কোম্পানীগঞ্জে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

140

আগামী ৩১শে মার্চ নির্বাচন কমিশন ঘোষিত চতুর্থ ধাপের উপজেলা নির্বাচন। বুধবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে অন্যান্য প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়ায় আওয়ামীলীগ মনোনীত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে।

বুধবার আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী নোয়াখালী জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, কোম্পানীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল লতিফ মেম্বার, বসুরহাট পৌরসভা আওয়ামীলীগের সভাপতি রেয়াজুল হক লিটন, ভাইস চেয়ারম্যান প্রার্থী উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি সিরাজ উল্যাহ শিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ফাতেমা আক্তার পারুল মনোনয়নপত্র প্রত্যাহার করেন। প্রত্যাহারের ফলে আর কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী রইল না।

নির্বাচিতরা হলেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন, ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল, মহিলা ভাইস চেয়ারম্যান আরজুমান পারভীন রুনু।

নব-নির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নোয়াখালী জেলা সমিতি-ঢাকা’র সভাপতি।

আরও পড়ুন

আব্দুল্লাহ আল ফয়সাল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (EEE) বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্স এর চতুর্থ সেমিস্টার শেষ করেছেন।

ব্লাড ক্যান্সারে আক্রান্ত মেধাবী ছাত্র ফয়সাল বাঁচতে চায়

ওসি ফিরোজ আহমেদ চৌধুরী বলেন, নাশকতার ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

চাটখিলে স্বেচ্ছাসেবক লীগ নেতা আহসান হাবিব গ্রেফতার 

আলা উদ্দিন বলেন, আমি এবং আমার ভাই উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কফিল উদ্দিন কে সামাজিক ও রাজনৈতিক এবং আমার দল বিএনপিকে হেয় প্রতিপন্ন করার জন্য আমাদের বিরুদ্ধে এসব মিথ্যা অভিযোগ দায়ের করেন।

চাটখিলে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা দখলের অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সভাপতির বক্তব্যে শ্রী শ্রী গৌর নিতাই সেবাশ্রমের সভাপতি উষা রঞ্জন পাল বলেন, 'বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি পুরোটাই বদলে গেছে।

চাটখিলে সনাতন ধর্মাবলম্বীদের সাথে জামায়াতের মতবিনিময় সভা

সভায় সদস্যরা উপজেলা প্রেসক্লাবের নির্বাচনকে কেন্দ্র করে গঠনতন্ত্র সংশোধনের জন্য তাগিদ দেন। তারা বলেন, জাতীয় প্রেসক্লাবের গঠনতন্ত্রের সাথে গুরুত্বপূর্ণ বিষয়গুলি মিল রেখে উপজেলা প্রেসক্লাবের গঠনতন্ত্রে সংশোধনী আনতে হবে।

চাটখিল উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

এতে পানিবন্দী হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ। বন্যাদুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাদ্য সংকট।

চাটখিলে বন্যা পরিস্থিতির অবনতি,ভোগান্তিতে সাধারণ মানুষ

Comments are closed.