কোম্পানীগঞ্জে আগুন নেভাতে গিয়ে পুকুরে ফায়ার সার্ভিসের গাড়ি
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় আগুন নেভাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে গিয়ে পড়েছে ফায়ার সার্ভিসের গাড়ি। তবে কোনো ফায়ারম্যান আহত হয়নি বলে জানা গেছে।
রোববার দুপুরে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নে ফায়ার সার্ভিস স্টেশন সংলগ্ন বসুরহাট-চাপ্রাশিরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।
কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র ফায়ারম্যান ফারুক হাছান জানান, বসুরহাট পৌরসভার ৯নং ওয়ার্ডে হাসান মঞ্জিলে আগুন লাগে। এমন সংবাদ পেয়ে আমাদের গাড়ি ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিলে স্টেশন সংলগ্ন রাস্তায় একটি সিএনজিকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার পাশ্ববর্তী একটি পুকুরে পড়ে যায়। তবে কোন ফায়ারম্যান আহত হয়নি বলে তিনি জানান।
Comments are closed.