কোম্পানীগঞ্জের সুফিয়ান দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত

0 51

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে সন্ত্রাসীদের গুলিতে আবু সুফিয়ান স্বপন নামে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন। রোববার রাতে নিহত স্বপনের বন্ধু আমিন উল্যাহ দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ থেকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত আবু সুফিয়ান স্বপন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের আবদুল কুদ্দুসের দ্বিতীয় ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ৩ বছর যাবত দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে বসবাস করছিলেন আবু সুফিয়ান। দক্ষিণ আফ্রিকায় স্থানীয় সময় শনিবার নিজ বাসার সামনে তাকে গুলি করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে আবু সুফিয়ান স্বপনের মৃত্যুর খবরে নিজ এলাকায় চলছে শোকের মাতম।ভদ্র-নম্র ও হাস্যজ্জ্বল মানুষটি এভাবে চলে যাবেন এ কথাটি কেউই যেনো মেনে নিতে পারছেন না।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।